Scores

পন্টের কোভিড-১৯ একাদশে কোহলি ‘ভাইরাস’

করোনাভাইরাসে গৃহবন্দী পৃথিবীসুদ্ধ মানুষ। উদ্বেগ আর উৎকণ্ঠার এই সময়টা সবাই ঘরে বসেই কাটাচ্ছেন। বিরক্তি দূর করতে বিনোদনের খোরাকের খোঁজ দিচ্ছেন কেউ কেউ। ইয়ান পন্ট যেমনি তৈরি করলেন কোভিড-১৯ একাদশ! ইংরেজিতে লেখা যে একাদশে নামগুলো পড়তে গেলে হেসে কুটিকুটি হবেন ক্রিকেটপ্রেমিরা।

পন্টের কোভিড-১৯ একাদশে কোহলি 'ভাইরাস'

প্রথমেই বলে রাখা যাক, নিছক মজার ছলেই এই একাদশে খেলোয়াড়দের নামকরণ করেছেন পন্ট। তা না হলে বিরাট কোহলির ভক্তরা ক্ষেপে যেতে পারেন। কোহলিকে যে ‘ভাইরাস কোহলি’ নামাঙ্কিত করেছেন পন্ট! একইভাবে ইনজামাম উল হককে ‘আইসোলেশন উল হক’, অ্যালান বোর্ডারকে ‘অ্যালান ক্লোজড বর্ডার’, টিনো বেস্টকে ‘কোয়ারেন্টিনো’ বেস্ট হিসেবে উল্লেখ করেছেন।

Also Read - ডিপিএল বন্ধ হওয়ায় শঙ্কায় কোচ-ক্রিকেটাররা


করোনাভাইরাস ইস্যুতে যেসব শব্দ উচ্চারিত হচ্ছে মুখে মুখে, সেই শব্দগুলোই খেলোয়াড়দের নামের মাঝে খুঁজে পাওয়ার চেষ্টা করেছেন পন্ট। ইংল্যান্ডের মার্কাস ট্রেসকোথিককে তিনি বলেছেন মার্কাস চেস্টোকফিক। হানসি করোনে বানিয়ে ফেলেছেন দক্ষিণ আফ্রিকার প্রয়াত ক্রিকেটার হানসি ক্রনিয়েকে। কলিন ডি গ্র্যান্ডহোমের ডাকনামকে একটু সম্পাদন করে বলছেন- স্টেএটহোম!

এমনিভাবে ইউসুফ পাঠানকে ইউসুফ ডিসটেন্স, মার্ক বাউচারকে মাস্ক বাউচার, বিষেন সিং বেদীকে বিষেন স্টে ইন বেডি ও বাংলাদেশের সাবেক বোলিং কোচ ও কিংবদন্তী সাবেক পেসার কোর্টনি ওয়ালশকে লিখেছেন কোর্টনি হ্যান্ড ওয়াশ!

প্রসঙ্গত, ওয়ালশের মত পন্টও একসময় বাংলাদেশের বোলিং কোচের ভূমিকায় ছিলেন। করোনাভাইরাস নিয়ে তার বানানো একাদশ নিয়ে হাস্যরসের সৃষ্টি হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন
Tweet 20
fb-share-icon20

Related Articles

লিটন-সৌম্যের প্রশংসায় পঞ্চমুখ পন্ট

‘দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বড় কিছুর বার্তা দিল বাংলাদেশ’

‘শিষ্য’দের উদ্দেশে ‘গুরু’র বার্তা

পন্টের মতে বিশ্বকাপে বাংলাদেশের ‘তুরুপের তাস’ যারা

এনামুলকে নিয়ে গর্ব করেন ইয়ান পন্ট