পরপর দুই শিরোপা জিতে উচ্ছ্বসিত ইমরুল
চলতি বছরের শুরুতে জিম্বাবুয়ে সিরিজের পর আর আন্তর্জাতিক ক্রিকেট খেলেনি বাংলাদেশ। করোনার কারণে দীর্ঘ লকডাউন শেষে দেশে ক্রিকেট ফেরে ঘরোয়া আসর দিয়ে। দুটি ঘরোয়া আসর শেষে এবার ওয়েস্ট ইন্ডিজ সিরিজ, তার আগে কিছুটা জিরিয়ে নেবে ক্রিকেট অঙ্গন।
সদ্য সমাপ্ত বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের শিরোপা জিতেছে জেমকন খুলনা। দলটির নেতৃত্বে ছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। এর আগে মাঠে গড়ানো পঞ্চাশ ওভারের টুর্নামেন্ট বিসিবি প্রেসিডেন্টস কাপেরও শিরোপা জিতেছিল মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন মাহমুদউল্লাহ একাদশ।
Also Read - ৩৬ রানে শেষ ভারতের ইনিংস, টুইটারে হাস্যরসরিয়াদের মত আরও এক ক্রিকেটারের হয়েছে পরপর দুটি ঘরোয়া টুর্নামেন্টে শিরোপা জেতার সৌভাগ্য। তিনি ইমরুল কায়েস। জাতীয় দলের এই তারকা ক্রিকেটার ছিলেন মাহমুদউল্লাহ একাদশ ও জেমকন খুলনা দুই দলেই। পরপর দুই শিরোপা জিতে উচ্ছ্বসিত দেশের প্রথম সারির এই ব্যাটসম্যান।
ফেসবুকে নিজের স্বীকৃত পেইজ থেকে দেওয়া এক পোস্টে ইমরুল বলেন, ‘আলহামদুলিল্লাহ্, গত কয়েক মাসে আমার জন্য সফল ডোমেস্টিক ক্যাম্পেইন হল। বিসিবি প্রেসিডেন্টস কাপ ও বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ উভয়ই জিতেছি। রিয়াদ ভাইয়ের ছায়ায় খেলতে পেরে আমি সত্যিই কৃতজ্ঞ। সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। মাশরাফি ভাই, সাকিব, বিজয় এবং অন্য সতীর্থরা দলের প্রয়োজন অনুযায়ী পারফর্ম করে গেছেন।’
ব্যাট হাতে খুলনার সাফল্যে অবদান আছে আলোচিত এই ক্রিকেটারেরও। দুই শিরোপা তাই তার হাতে মোটেও বেমানান নয়। ইমরুলে প্রত্যাশা, এই সাফল্য ও কঠোর পরিশ্রমের ধারা অব্যাহত থাকবে। তিনি বলেন, ‘আশা করছি এই জয়ের ধারা ও কঠোর পরিশ্রম অব্যাহত থাকবে।’
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।