Scores

পরিত্যক্ত উইন্ডিজ-ভারত প্রথম ওয়ানডে

গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে উইন্ডিজ বনাম ভারতের তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটা ভেসে গিয়েছে বৃষ্টিতে। কিছুক্ষণ বিরতি দিয়েই বৃষ্টি এসে বাগড়া দিচ্ছিল এ ম্যাচে। ফলে ১৩ ওভারের বেশি খেলা গড়ানো যায়নি।

 

পরিত্যক্ত উইন্ডিজ-ভারত প্রথম ওয়ানডে
©এএফপি

 

Also Read - অবসর নেওয়া আমলা দিলেন আবেগঘন বার্তা


নির্ধারিত সময়ের দুই ঘণ্টা পর  স্থানীয় সময়  সকাল ১১ টা ৩০ এ শুরু হয় ম্যাচ। দুই দলের ইনিংস সাতটি করে ওভার কেটে নিয়ে ৪৩ ওভারের ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।

টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় স্বাগতিকরা।  দুই প্রান্ত থেকে দুই পেসার মোহাম্মদ সামি এবং ভুবনেশ্বর কুমার বেশ নিয়ন্ত্রিত বোলিং করছিলেন। ক্যারিয়িবিয়ানদের রানের চাকা ঘুরছিল বেশ মন্থর গতিতে। দারুণ সব বোলিং করে দুই ওপেনারকে অস্বস্তিতে ফেলে দিয়েছিলেন সামি ও ভুবনেশ্বর।

ইনিংসের ষষ্ঠ ওভারে ফের হানা দেয় বৃষ্টি। ৫ ওভার ৪ বল শেষে উইন্ডিজের রান তখন বিনা উইকেটে ৯। স্থানীয় সময় ১২ টায় বৃষ্টি থামলে ১২ টা ২০ থেকে ৪০ ওভারের ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু মাঠে নামার আগে আবার আসে বৃষ্টি। সেই ধাক্কায় ওভার ৪০ থেকে ৩৪ ওভারে নেমে আসে। স্থানীয় সময় দুপুর ১ টা ১০ এ আবার মাঠে গড়ায় খেলা।

বৃষ্টির পর ঝড় তুলেন এভিন লুইস। খলিল আহমেদের করা ইনিংসের অষ্টম ওভারে এক চার ও দুই ছক্কা হাঁকান তিনি। খলিল আহমেদের পরের ওভারেও ছক্কা হাঁকান লুইস। প্রথম ১০ ওভারে ৪২ রান করতে সক্ষম হয় উইন্ডিজ।

পরের ওভারেই ক্রিস গেইলকে বোল্ড করে দেন চায়নাম্যান বোলার কুলদীপ যাদব। ৩১ বলে ৪ রান করে বোল্ড হন গেইল। তার স্ট্রাইক রেট ছিল মাত্র ১২.৯। ওয়ানডে ক্যারিয়ারের ২৯২ ইনিংসের মাঝে কমপক্ষে ২৫ বল খেলেছেন এমন ইনিংসগুলোর মধ্যে এটি ছিল ক্রিস গেইলের সবচেয়ে ধীরগতির ইনিংস।

১৩ তম ওভারের খেলা শেষে শুরু হয় ভারী বৃষ্টিপাত। তখন উইন্ডিজের সংগ্রহ ১ উইকেটে ৫৪ রান। পৌনে এক ঘণ্টা বৃষ্টির পর ছোট্ট বিরতি দিয়ে ফের বৃষ্টি নামে। এরপর স্থানীয় সময় ৩ টা ১০ এর দিকে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়।

সংক্ষিপ্ত স্কোর :

উইন্ডিজ ৫৪/১, ১৩ ওভার
লুইস ৪০*, গেইল ৪, হোপ ৬*
কুলদীপ ১/৩

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তে আউট, মাঠেই মৃত্যু ক্রিকেটারের!

নিজের ভাইয়ের শটেই রক্তাক্ত হলেন অ্যাস্টন অ্যাগার

ইডেনেও থাকছে সবুজ পিচ!

এবার প্যাটিনসনকে নিষিদ্ধ করল ক্রিকেট অস্ট্রেলিয়া

করিমের বোলিং নৈপুণ্যে সমতা আনল আফগানিস্তান