Scores

পরিত্যক্ত হলো রিয়াদদের ম্যাচ

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে মাহমুদউল্লাহ রিয়াদের সেন্ট কিটস নেভিস অ্যান্ড প্যাট্রিয়টস বনাম সেন্ট লুসিয়া স্টার্সের মধ্যকার ম্যাচ।

পরিত্যক্ত হলো রিয়াদদের ম্যাচ।
সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের অধিনায়ক গেইলের সাথে কথা বলছেন অফিসিয়ালরা ©সিপিএল টুইটার

ওয়ার্নার পার্কে ম্যাচের নির্ধারিত অস্ময়ের আগে থেকেই ছিল বৃষ্টি। মাঠে গড়ায়নি একটিও বল। খেলা শুরুর আগেই ভেসে গিয়েছে বৃষ্টিতে। এমনকি হয়নি কোনো টসও।

অপেক্ষার চূড়ান্ত সময়ের ম্যাচ পরিত্যক্ত করার ঘোষণা আসে। মাঠ শেষ সময়ের আগে খেলার উপযুক্ত করা সম্ভব না দেখে আগেই এ ঘোষণা দেওয়া হয়। এতে করে দুই দল এক পয়েন্ট করে ভাগাভাগি করে।

Also Read - উইন্ডিজে চিন্তিত মাহমুদউল্লাহ রিয়াদরা!


ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে সাত ম্যাচে তিনটিতে জিতেছে মাহমুদউল্লাহ রিয়াদের সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস। হেরেছে তিনটিতে এবং পরিত্যক্ত। সাত পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের চার নম্বরে অবস্থান করছে তারা। নয় ম্যাচ খেলা সেন্ট লুসিয়া স্টার্সের পয়েন্ট মাত্র পাঁচ। ছয় হার, দুই জয় ও একটি পরিত্যক্ত। দুদলের জন্যই এ ম্যাচ বেশ গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু বৃষ্টির কারণে সন্তুষ্টি নিয়ে মাঠ ছাড়তে পারল না কেউ।

নিজেদের পরের ম্যাচে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের প্রতিপক্ষ ত্রিনবাগো নাইট রাইডার্স। বাংলাদেশ সময় ভোর চারটায় অনুষ্ঠিত হবে ম্যাচটি। গ্রুপ পর্বে আর তিনটি ম্যাচ বাকি রয়েছে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের। অন্য দুই ম্যাচের প্রতিপক্ষ হলো যথাক্রমে জ্যামাইকা তালাওয়াহস এবং বার্বাডোজ ট্রাইডেন্টস।


আরো পড়ুনঃ “একাধিক বিয়ে করলে বিসিবির কিছু করার নেই”


 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

ফাইনালে উঠার মিশনে ‘সমর্থন’ চাইলেন সাকিব

সিপিএলের শেষ চারের লাইনআপ

এলিমিনেটরের লক্ষ্যে ভোরে মাঠে নামবে সাকিবরা

সিপিএল খেলতে দেশ ছাড়লেন সাকিব

সিপিএল খেলতে যাচ্ছেন লিটন