Scores

‘পরিস্থিতি অনুযায়ী খেলতে পারাই স্মার্ট ক্রিকেট’

৫৪ বছর বয়সী নিপাট ভদ্রলোকের সবচেয়ে বড় পরিচয় এখন, তিনি শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দলে বোলিং কোচ। যে কলম্বোতে নিদাহাস ট্রফির আসর বসেছে, সেখানেই তার জন্ম। শ্রীলঙ্কা জাতীয় দলের জার্সি গায়ে খেলেছেন ৭০টি ওয়ানডে ও ২৩টি টেস্ট। রুমেশ রত্নায়েকে তাই ক্রিকেটটা বেশ ভালোই বোঝেন। শুক্রবার তার স্পষ্ট ছাপ পাওয়া গেল শ্রীলঙ্কান পেস বোলিং কোচের কথাবার্তায়।

'পরিস্থিতি অনুযায়ী খেলতে পারাই স্মার্ট ক্রিকেট'

শনিবার আসরে নিজেদের দ্বিতীয় ম্যাচে পরস্পরের বিরুদ্ধে মাঠে নামবে স্বাগতিক শ্রীলঙ্কা ও সফরকারী বাংলাদেশ। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে শ্রীলঙ্কার প্রতিনিধি হিসেবে হাজির হলেন রত্নায়েকে। সেখানে তার কথার উল্লেখযোগ্য অংশ দখল করে থাকল ‘স্মার্ট ক্রিকেট’।

Also Read - তবুও বাংলাদেশকে লঙ্কান বোলিং কোচের সমীহ


ভারতের বিপক্ষে ম্যাচের মতো বাংলাদেশের বিপক্ষেও শ্রীলঙ্কা আক্রমণাত্মক খেলবে কি না, এমন প্রশ্নের জবাবে রত্নায়েকের সূক্ষ্ম বিশ্লেষণে পাওয়া গেল সেই ‘স্মার্ট ক্রিকেট’-এর দেখা। তিনি বলেন, ‘বিষয়টি আসলে ব্র্যান্ডের নয়, স্মার্ট ক্রিকেট খেলার। ম্যাচের পরিস্থিতি অনুযায়ী খেলতে পারাকেই আমি স্মার্ট ক্রিকেট বলব। যদি এমন পরিস্থিতি আসে যে দুই বলে ১০ রান করতে হবে, তাহলে সেভাবেই খেলতে হবে আমাদের।’

ম্যাচের পরিস্থিতি বুঝে খেলার উপর গুরুত্ব আরোপ করা রত্নায়েকে প্রশংসা করলেন লঙ্কান ক্রিকেটারদের বর্তমান আত্মবিশ্বাসেরও। আর এক্ষেত্রে তিনি কৃতিত্ব দিচ্ছেন কয়েক মাস আগে দলের প্রধান কোচের দায়িত্ব নেওয়া চন্ডিকা হাথুরুসিংহেকেই। বাংলাদেশে খবরদারী করে খবরের শিরোনাম হওয়া কোচ নাকি মাঠে খেলোয়াড়দের সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতাও দিয়েছেন!

রত্নায়েকে বলেন, ‘সবচেয়ে বড় কথা হলো ছেলেরা এখন আত্মবিশ্বাস নিয়ে খেলছে। তবে একই সঙ্গে স্মার্ট ক্রিকেট খেলাটাও জরুরি। আগেও বললাম, স্মার্ট ক্রিকেট মানেই হলো ম্যাচ পরিস্থিতির সঙ্গে দ্রুত খাপ খাইয়ে নিয়ে খেলা। হাথুরুসিংহে আসার পরে ছেলেদের মাঠের ওই সিদ্ধান্তগুলো নেওয়ার স্বাধীনতাও দিয়েছেন।’

বাংলাদেশের বিপক্ষে টস নিয়ে ভাবনা নেই রত্নায়েকের। টস জয় নিয়ে ভাবনা নেই জানিয়ে এও ইঙ্গিত দিলেন, আগে ব্যাটিং হোক বা বোলিং- প্রস্তুত আছে শ্রীলঙ্কা, ‘জিতি আর হারি, আমরা তৈরি আছি!’

আরও পড়ুনঃ শনিবার ভাঙবে টাইগারদের হারের বৃত্ত?

Related Articles

সেদিন রিয়াদকে সাহস জুগিয়েছিলেন রুবেল

রুবেল হোসেনের সমস্যা কোথায়?

নিদাহাস ট্রফি থেকে ৪৮২ শতাংশ লাভ!

অসুস্থ রুবেল, দোয়া চাইলেন সবার কাছে

যেখান থেকে শুরু ‘নাগিন ড্যান্স’ উদযাপনের