‘পাঁচ’ উইকেট নিয়ে সেরা অবস্থানে হারিস, শীর্ষে তিনে মুজিব
আফগানিস্তানকে প্রথম ওয়ানডেতে ১৪২ রানের বড় ব্যবধানে হারিয়েছে পাকিস্তান। আর এই জয়ের নৈপথ্যে রয়েছেন পেসার হারিস রউফ।

প্রকাশিত হয়েছে - 2023-08-23T15:59:11+06:00
আপডেট হয়েছে - 2023-08-23T15:59:11+06:00
ক্যারিয়ার সেরা বোলিং ফিগারে আইসিসি র্যাঙ্কিংয়ে নিজের সেরা অবস্থানেও উঠে এসেছেন হারিস। প্রথম ওয়ানডেতে ১৮ রান দিয়ে পাঁচ উইকেট তুলে নেন হারিস।
৬১-রানের-ইনিংস-খেলেন-ইমাম
পাকিস্তানের পেস অ্যাটাককে বিশ্বের সেরা অ্যাটাক বলতেই হবে। শাহীন, নাসিম, হারিস; সেই সঙ্গে রয়েছে তরুণ ওয়াসিম, হুসনাইনের মতো পেসাররাও। তবে নিজের দিনে হারিস যে কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন সেটি আরও একবার প্রমাণ করলেন এই পেসার।
আফগানদের বিপক্ষে দারুণ বোলিংয়ের পরেরদিনই পুরস্কার পেলেন তিনি। সদ্য প্রকাশিত আইসিসি র্যাঙ্কিংয়ে নিজের সেরা অবস্থানে উঠে এসেছেন। সাত ধাপ এগিয়ে ৫২২ রেটিং নিয়ে ৩৬তম স্থানে এই পেসার।
অন্যদিকে বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষে তিনে উঠেছেন আফগানিস্তানের স্পিনার মুজিব-উর-রহমান। পাকিস্তানের বিপক্ষে তিন উইকেট নিয়ে তিনি এগোলেন তিন ধাপ। সেই সঙ্গে রশিদকে পেছনে ফেলে ৬৮০ রেটিংয়ে তিনে উঠে এসেছেন মুজিব।
রশিদ খান নেমে গেছেন চারে। র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে মোহাম্মদ নবীরও। বর্তমানে তিনি ১১-তে অবস্থান করছেন। বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষেই রয়েছেন অস্ট্রেলিয়ার হ্যাজলউড।
ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে শীর্ষ তিনে উঠে এসেছেন পাকিস্তানের ওপেনার ইমাম-উল-হক। প্রথম ওয়ানডে পুরো দলের ব্যাটিং লাইনআপ যখন ধ্বংসে পড়ছিল তখন একাই হাল ধরেছেন। তাঁর ৬১ রানের ইনিংসের জন্য ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে তিনে উঠেছেন এই বাঁহাতি ব্যাটসম্যান।
চারে অবস্থান করছেন ভারতের শুবমান গিল। ফখরের অবনতি হওয়ায় ৭৪৩ রেটিং নিয়ে চারে গিল। এছাড়াও প্রথম ম্যাচে ব্যাট হাতে ‘ডাক’ মারা বাবর আজম শীর্ষেই রয়েছেন।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি। বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।