Scores

পাঁচ সন্তানের বাবা আসগরের দ্বিতীয় বিয়ে

বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন আফগান ক্রিকেটার আসগর আফগান। আফগানিস্তান জাতীয় দলের তিন ফরম্যাটের অধিনায়কের এটি দ্বিতীয় বিয়ে। দ্বিতীয় বিয়ের বাগদান ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। 

কেড়ে নেওয়া হলো আফগান আসঘরের অধিনায়কত্ব!আফগান অধিনায়ক এ নিয়ে নিজে অবশ্য কিছু বলেননি। তবে বেরসিক আফগান মিডিয়া ফলাও করেই প্রচার করেছে তার আসন্ন বিয়ের খবর। আফগানিস্তানে অবশ্য একাধিক বিয়েকে অনেক ক্ষেত্রে স্বাভাবিক হিসেবেই দেখা হয়।

Also Read - ''টেস্টের জন্য আলাদা দল গঠন এখনই সম্ভব না''

আসগরের প্রথম স্ত্রীর সংসারে আছেন পাঁচ সন্তান। এদের মধ্যে চারজন মেয়ে এবং একজন ছেলে। আফগানিস্তান জাতীয় দলের সাবেক ম্যানেজার ইবরাহিম মোমাদ এক টুইট বার্তায় নিশ্চিত করেছেন আসগরের বিয়ের বিষয়টি। তিনি বলেন, ‘আসগরের দ্বিতীয় বিয়ের বাগদান পর্ব হয়ে গেল। প্রথম বিয়ের সংসারে এক পুত্রসহ তার পাঁচ সন্তান রয়েছে। দ্বিতীয় ইনিংসের জন্য শুভেচ্ছা রইল ক্যাপ্টেন।’

আফগানিস্তানের ক্রিকেটে বড় অবদান আসগরের। ২০১৫ সালে তৎকালীন অধিনায়ক মোহাম্মদ নবীর কাঁধ থেকে আসগরের কাঁধে তুলে দেওয়া হয় আফগাস্তান জাতীয় দলের তিন ফরম্যাটের দলের নেতৃত্ব। তার নেতৃত্বে দল অর্জন করে অভাবনীয় সাফল্য। আফগানিস্তান টেস্ট স্ট্যাটাসও পায় তার নেতৃত্বের সময়কালে। এছাড়া আইসিসি বিশ্বকাপের বাছাইপর্বের ফাইনালে উইন্ডিজের মত সাবেক বিশ্ব-চ্যাম্পিয়নদেরও পরাজিত করে। কিন্তু ২০১৯ বিশ্বকাপের আগে তার নেতৃত্ব কেড়ে দেওয়া হয় গুলবাদিন নাইবের কাঁধে।

বিশ্বকাপে নাইবের ভরাডুবির পর অধিনায়কত্ব পান রশিদ খান। কিন্তু গত ডিসেম্বরে রশিদের নেতৃত্ব কেড়ে আবার দায়িত্ব দেওয়া হয় আসগরকে।

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।


Related Articles

‘অসাধারণ, প্রকাশ করার মতো না’- তামিমের নেতৃত্ব নিয়ে সাইফ

রশিদের অলরাউন্ড নৈপুণ্যে হোয়াইটওয়াশ আয়ারল্যান্ড

‘আমরা যেমন একজনকে খুঁজছিলাম, হাসান ঠিক তেমনই’

টাইগারদের পারফর্মে ‘৮৫’ শতাংশ খুশি তামিম

আইপিএলের জন্য পিছিয়ে গেল টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল