Scores

পাঁজরের চোটে মাঠের বাইরে মঈন

বিশ্বকাপের আগে দলগুলোর মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে ‘ইনজুরি’ বা ‘চোট’। প্রায় প্রতিটি দলই মুখোমুখি হচ্ছে ইনজুরি সমস্যার। এবার ইংল্যান্ডের গুরুত্বপূর্ণ ক্রিকেটার মঈন আলীর উপরও ‘হামলা’ করেছে চোট।

পাঁজরের চোটে মাঠের বাইরে মঈন

পাঁজরের চোটের কারণে স্বল্প সময়ের জন্য মঈন ছিটকে পড়েছেন মাঠের বাইরে। যদিও তার এই চোট খুব বেশি গুরুতর নয় বলে জানা গেছে। পাকিস্তানের বিপক্ষে স্বাগতিকদের প্রথম ওয়ানডে ম্যাচে মঈন মাঠে নামতে পারবেন না এই চোটের কারণে।

Also Read - বিশ্বকাপের পরই শ্রীলঙ্কা যাচ্ছে বাংলাদেশ


চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে যতদিন খেলেছেন, মঈন ছিলেন দারুণ ফর্মে। তার চোট পাওয়া তাই দলের জন্য দুশ্চিন্তার খবরই। তবে ইংল্যান্ডের টিম ম্যানেজমেন্ট নির্ভার থাকতে পারে এই খবরে- ৮ মে থেকে শুরু হতে যাওয়া ইংল্যান্ড-পাকিস্তান ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে না থাকলেও বাকি ম্যাচগুলোতে থাকার প্রবল সম্ভাবনা রয়েছে মঈনের।

প্রসঙ্গত, ওয়ানডে সিরিজ শেষে ৩০ মে থেকে শুরু হওয়া বিশ্বকাপে স্বাগতিকের ভূমিকায় খেলবে ইংল্যান্ড।

একনজরে ইংল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াড

ইয়ন মরগান (অধিনায়ক), জেসন রয়, বেন স্টোকস, জস বাটলার, জো রুট, অ্যালেক্স হেলস, জনি বেয়ারস্টো, মঈন আলি, ক্রিস ওকস, আদিল রশিদ, ডেভিড উইলি, মার্ক উড, জো ডেনলি, লিয়াম পাঙ্কেট, টম কারান।

পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের স্কোয়াড

ইয়ন মরগান, মঈন আলী, জোফরা আর্চার, জনি বেয়ারস্টো, জস বাটলার, টম কারান, জো ডেনলি, ক্রিস জর্ডান, লিয়াম প্লাঙ্কেট, আদিল রশিদ, জো রুট, জেসন রয়, বেন স্টোকস, জেমস ভিন্স, ডেভিড উইলি, ক্রিস ওকস এবং মার্ক উড।

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

ইএসপিএন ক্রিকইনফো অ্যাওয়ার্ডে মনোনিত সাকিবের ইনিংস

বিশ্বকাপ ফাইনালে ধৈর্যশীলতা দেখানোর পুরস্কার জিতল কিউইরা

‘আমি সর্বদা বলি, সমর্থকরা আমাদের দ্বাদশ খেলোয়াড়’

আইসিসিকে নিশামের খোঁচা

সুপার ওভারের নিয়মে পরিবর্তন আনল আইসিসি