Scores

পাইলট-মুশির আগে সোহান

উইন্ডিজ বনাম বাংলাদেশ সিরিজটা দুঃস্বপ্নের মত কেটেছে বাংলাদেশ দলের জন্য। ছোট ছোট ব্যক্তিগত ঝলকানি ছাড়া বলতে গেলে দলগত কোনো সাফল্যই নেই। সেই ব্যক্তিগত সাফল্যের মাঝেই উইকেটরক্ষক হিসেবে দারুণ এক কীর্তি গড়ে ফেলেছেন নুরুল হাসান সোহান।

পাইলট-মুশির আগে সোহান
নুরুল হাসান সোহান। ছবি: বিডিক্রিকটাইম

বাংলাদেশ দল টেস্ট সিরিজে খেলতে নেমেছিল তিন উইকেটকিপারকে নিয়ে। দলের নিয়মিত উইকেটকিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিম ছাড়াও এ সিরিজের দুই ম্যাচেই ছিলেন লিটন দাস ও নুরুল হাসান সোহান। দুই টেস্টেই সাকিব আল হাসান গ্লাভস জোড়া তুলে দেন তরুণ তুর্কি নুরুল হাসান সোহানের হাতে।

সাকিব আল হাসানের বলে চিতার ক্ষিপ্রতায় দুটি অসাধারণ স্টাম্পিং করেন এই তরুণ। ডেভন স্মিথ ও কিমো পল দুইজনই ফেরেন সাকিব-সোহান জুটির শিকার হয়ে। সাকিব আল হাসানের ছয় উইকেটের দুটি আসে সোহানের কৃতিত্বে। শেষদিকে অফস্পিনার মেহেদী হাসান মিরাজের বলে স্টাম্পড হয়ে ফিরে যান উইন্ডিজ কাপ্তান জেসন হোল্ডার। এর ফলে বাংলাদেশের হয়ে এক ইনিংসে সর্বোচ্চ স্টাম্পিং এর রেকর্ড করেন সোহান।

Also Read - উইন্ডিজ-বাংলাদেশ সিরিজের সেরা পাঁচ


টেস্ট ক্রিকেটে বাংলাদেশের প্রথম উইকেটরক্ষক খালেদ মাসুদ পাইলট ইনিংসে সর্বোচ্চ দুটি স্টাম্পিং করেছিলেন। সেটি ছিল ২০০৪ সালে, হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ইনিংসে।

বাংলাদেশের হয়ে সাদা পোশাকে উইকেটের পিছনে সবচেয়ে বেশি দায়িত্ব পালন করেন মুশি। কিন্তু সে মুশফিকুর রহিমও এক স্টাম্পিং এর বেশি করতে পারেননি কখনও। অন্যদিকে বেশ কয়েকবার দায়িত্ব পালন করা লিটন দাসও একাধিক স্টাম্পিং এর কাজ করে দেখাতে পারেননি।

ভারতীয় উইকেটকিপার কিরণ মোর সর্বোচ্চ পাঁচ স্টাম্পিং করার রেকর্ড করেছেন ৩০ বছর আগে। ১৯৮৮ সালে চেন্নাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৫ ব্যাটসম্যানকে ফেরান স্টাম্পিং করে। ৪টি করে স্টাম্পিং করা উইকেটরক্ষক আছেন দুজন।

আর ৩টি করে স্টাম্পিং করা ১৬ উইকেটরক্ষকের তালিকায় নাম তোললেন বাংলাদেশি কেউ। সোহানের কিপিং শুরু থেকেই প্রশংসিত হয়ে আসছিল। উইন্ডিজ সফরে তৃতীয় কিপার-ব্যাটসম্যান হিসেবে দলে জায়গা পান সোহান। নিজের তৃতীয় টেস্ট ম্যাচেই নাম ওঠালেন রেকর্ডের পাতায়।

 

আরো পড়ুনঃ টি-২০ র‍্যাংকিংয়ের সেরা পাঁচে নাহিদা

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

পরিত্যক্ত উইন্ডিজ-ভারত প্রথম ওয়ানডে

সব ম্যাচ হেরে বিশ্বকাপ শেষ করলো আফগানরা

আফগানিস্তানের ম্যাচে পুলিশ মোতায়েন!

শাস্তি পেল শ্রীলঙ্কা ও উইন্ডিজ

পুরানের শতকের পরও পারল না ক্যারিবীয়রা