Scores

‘পাওয়ার প্লে’ এর নিয়মে পরিবর্তন চাইছেন ক্যালিস

‘পাওয়ার প্লে’ এর নিয়মটি সংশোধিত হয় ২০১৫ সালে। পরিবর্তিত নিয়ম অনুযায়ী, ১১ নম্বর ওভার থেকে ৪০তম ওভার পর্যন্ত ফিল্ডিং দল ৪ জন ফিল্ডারকে ৩০ গজ বৃত্তের বাইরে রাখতে পারবে, রাখা যাবে না এর বেশি সংখ্যক ফিল্ডার। তবে বোলারদের জন্য একদিনের ক্রিকেটকে কিছুটা সহায়ক করে তোলার জন্য এই নিয়মের পরিবর্তন চান সাবেক অলরাউন্ডার জ্যাক ক্যালিস।

'পাওয়ার প্লে' এর নিয়মে পরিবর্তন চাইছেন ক্যালিস

দক্ষিণ আফ্রিকার সাবেক এই অধিনায়ক নিয়মের পবির্তন চেয়েছেন বিশ্বকাপে বোলারদের অসহায়ত্ব দেখার পর। ব্যাটিং বান্ধব উইকেটে অনেক ম্যাচেই বোলাররা ম্লান ছিলেন। উইকেটের সহায়তা কাজে লাগিয়ে ব্যাটসম্যানরা রান তুলেছেন মুড়িমুড়কির মত। ‘পাওয়ার প্লে’ এর নিয়মে পরিবর্তন আনলে অর্থাৎ পুরনো নিয়মে ফিরে গিয়ে বৃত্তের বাইরে ৫ জন ফিল্ডার রাখলে বোলারদের জন্য ওয়ানডে ক্রিকেট আরও সহায়ক হতে পারে বলে অভিমত তার।

Also Read - ধোনির অবসর চান তার বাবা-মা


ক্যালিস বলেন, ‘আমার মনে হয় কিছু পরিবর্তন আনা উচিৎ। কারণ ব্যাটিং সহায়ক উইকেটে চাপে পড়ে গেলে বোলারদের কাজ খুবই কঠিন হয়ে যাচ্ছে। আগের নিয়মে ১০ ওভারের পর বৃত্তের বাইরে ৫ জন ফিল্ডার রাখা গেলে ভালো হয়। বিশেষ করে স্পিন বোলারদের জন্য।’

‘একদিনের ক্রিকেটে এই পরিবর্তনটা আমি দেখতে চাই। বোলারদের কিছু সুবিধা দেওয়া হোক! উইকেটগুলোও সবসময় ৩৫০ রানের বেশি হওয়ার মত না হোক।’

আধুনিক ক্রিকেটে বোলাররা দিনকে দিন ‘অসহায়’ হয়ে পড়ছেন- এমন অভিমত অনেকেরই। তাদের অসহায়ত্ব দূর করার জন্যই ক্যালিসের এমন পরামর্শ।

তার ভাষ্য, ‘কখনো কখনো আপনাকে বোলিং ও ব্যাটিংয়ের মধ্যে ভারসাম্য খুঁজতে হবে। বোলারদেরও কিছু করতে দেওয়া উচিৎ। নিয়ম বদলালে শুরুর দিকে (১০ ওভারের পর) নতুন বলে তারা ভালো করতে পারে। তাতে হয়ত ব্যাটিং দল এই সময়টায় আরও বিচক্ষণ ক্রিকেট উপহার দিবে।’

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের বর্ষসেরা পুরস্কার জিতলেন হোল্ডার

হেডিংলিতে খেলা হচ্ছে না স্মিথের

বাংলাদেশ সফরের জন্য আফগানিস্তানের দল ঘোষিত

আজ ভারতের ‘জামাই’ হবেন হাসান আলী

লম্বা সময়ের জন্য নির্বাসনে শাহজাদ