Scores

পাকিস্তানকে ই-মেইল, হামলার হুমকিতে কোহলিরা!

ভারতীয় ক্রিকেট দল পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বর্তমানে ওয়েস্ট ইন্ডিজে অবস্থান করছে। এই সময় দুঃসংবাদ শুনতে হলো বিরাট কোহলির দলের। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কাছে অজ্ঞাতনামা এক ই-মেইলে বলা হয়েছে ভারতীয় ক্রিকেট দল সন্ত্রাসী হামলার হুমকিতে আছে।

বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ হবে

গত শুক্রবার (১৬ আগস্ট) পিসিবি এক ভীতিকর ই-মেইল পায়, যেখানে ভারতীয় ক্রিকেটারদের ওপর সন্ত্রাসী হামলার ইঙ্গিত দেয়া হয়েছে। কোহলি-রোহিতরা ওয়েস্ট ইন্ডিজে বিপজ্জনক অবস্থায় আছে বলে উল্লেখ করা হয়। পিসিবি তৎক্ষণাৎ ই-মেইলটি ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসিকে (ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল) ও ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে (বিসিসিআই) পাঠায়।

Also Read - লম্বা সময়ের জন্য নির্বাসনে শাহজাদ


ভারতীয় ক্রিকেটারদের হত্যার হুমকি দেয়া হয়েছিল ই-মেইল বার্তাটিতে। এই হুমকি পাওয়ার বিষয়টি রবিবার (১৮ আগস্ট) নিশ্চিত করে বিসিসিআইয়ের পক্ষ থেকে বিবৃতি দেয়া হয়েছে। প্রথম টেস্ট খেলতে অ্যান্টিগাতে অবস্থান করছে ভারত। ইতোমধ্যে সেখানে তাদের নিরাপত্তা জোরদার করা হয়েছে।

হুমকির ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আলোচনা ও ই-মেইলটি তাদের দেখান হয়েছে বলে জানিয়েছে বিসিসিআই। ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে, ‘আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে এই ব্যাপারে কথা বলেছি এবং ই-মেইলটি আতদের দেখিয়েছি। অ্যান্টিগা দূতাবাসের সাথেও আলোচনা করা হয়েছে। ওয়েস্ট ইন্ডিজে ভারতীয় দলের নিরাপত্তাবলয় বাড়ানো হয়েছে। এছাড়া মুম্বাই পুলিশও সতর্ক অবস্থানে আছে।’

তবে পাকিস্তান ক্রিকেট বোর্ড আশা করছে, এটা কোনো এক অজ্ঞাতনামার থেকে মিথ্যা একটি ই-মেইল ছিল। তারা আরও মনে করছে, ভারতীয় ক্রিকেট দল কোনো বিপদে না পড়েই সুস্থ ও স্বাভাবিকভাবে দেশে ফিরে আসতে পারবে।

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

পুরানকে নিষিদ্ধ করল আইসিসি!

ওয়ানডে র‍্যাঙ্কিং থেকেও সাকিবের নাম মুছে ফেললো আইসিসি

পাপনের সাথে নাগপুরে থাকবেন মনোহরও

চার ইনিংসের ওয়ানডে চান শচীন

দুদক অফিসে সাকিব আল হাসান