Scores

পাকিস্তানকে এমন প্রস্তাব দেওয়াই হয়নি- দাবি বিসিবির

বাংলাদেশ দল পাকিস্তান সফরে টেস্ট খেলবে কি না- এ নিয়ে বিসিবি ও পিসিবির মধ্যে আলোচনা চলছে। তবে সেই আলোচনা এখন দর কষাকষির মতই হয়ে দাঁড়িয়েছে।

পাকিস্তানকে এমন প্রস্তাব দেওয়াই হয়নি- বিসিবির দাবি

পাকিস্তান ক্রিকেট বোর্ডের দাবি- বাংলাদেশ ক্রিকেট বোর্ড পাকিস্তানে একটি টেস্ট খেলার প্রস্তাব করেছিল এবং অন্য ম্যাচটি হবে বাংলাদেশে। বিসিবির এমন দাবিকে অদ্ভুত দাবি করে প্রস্তাব নাকচ করে দিয়েছে পিসিবি- এমন দাবি পাকিস্তানি গণমাধ্যমের।

Also Read - শচীন-পন্টিংয়েরও পছন্দ হয়নি আইসিসির পরিকল্পনা


তবে বিসিবির কণ্ঠে পুরনো সুর। একইসাথে দাবি- পাকিস্তানকে এমন কোনো প্রস্তাবই দেওয়া হয়নি।

বাংলাদেশ ক্রিকেট অঙ্গনে এটুকুই জ্ঞাত- বিসিবি পাকিস্তানে কোনো টেস্টের জন্যই দলকে অনুমতি দিতে রাজি নয়। এমনকি খেলোয়াড়রাও পাকিস্তানে টেস্ট খেলতে রাজি নন। বাংলাদেশ দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে চায় নিরপেক্ষ ভেন্যুতে। পাকিস্তান নিজেদের দাবিতে অনড় থাকায় এফটিপিতে নির্ধারিত টেস্ট সিরিজটি স্থগিত হওয়ার শঙ্কাও আছে।


তবে পিসিবি বলছে- বাংলাদেশ পাকিস্তানে একটি টেস্ট খেলতে রাজি আছে। তবে আরেকটি টেস্ট ম্যাচের ভেন্যু হিসেবে বাংলাদেশকেই চায় বিসিবি। পাকিস্তানের হোম সিরিজ নিয়ে বিসিবির এমন দাবি পিসিবি উড়িয়ে দিয়েছে বলেই খবর প্রকাশ করছে পাকিস্তানের গণমাধ্যম।

এই বিষয়ে জানতে রবিবার (৫ জানুয়ারি) দীর্ঘক্ষণ অপেক্ষা করা হয় মিরপুরে- যদি দায়িত্বশীল কারও মন্তব্য পাওয়া যায়! তবে সাংবাদিকদের সামনে বিসিবির শীর্ষ পর্যায়ের কোনো কর্তাই মুখ খুলেননি।

যদিও দেশের শীর্ষস্থানীয় এক সংবাদমাধ্যমে বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজনের উদ্বৃতি দিয়ে বলা হয়েছে- পাকিস্তান সফর নিয়ে বিসিবি এখনো আগের অবস্থানেই আছে এবং একটি টেস্ট পাকিস্তানে ও অপরটি বাংলাদেশে- এমন কোনো প্রস্তাব দেওয়াই হয়নি পিসিবিকে।

পাকিস্তান সফর নিয়ে জল আর কতটুকু ঘোলা হয়, সেটিই এখন দেখার বিষয়!

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন
Tweet 20
fb-share-icon20

Related Articles

দলে নিয়মিত হয়েও রাহীর কণ্ঠে আক্ষেপ

বাংলাদেশের পর অস্ট্রেলিয়াকেই বেছে নিলেন কোহলিরা

কিউইদের টেস্ট দল ঘোষণা, ফিরলেন বোল্ট

ঢাকা টেস্টের জন্য দল ঘোষণা করল জিম্বাবুয়ে

রাওয়ালপিন্ডি টেস্টে বাংলাদেশের সম্ভাব্য একাদশ