Scores

পাকিস্তানকে বিশ্বকাপ থেকে নিষিদ্ধের দাবি ভারতের

সম্প্রতি সময়ে কাশ্মীরে জঙ্গি হামলাকে কেন্দ্র করে আসন্ন আইসিসি ওয়ানডে বিশ্বকাপ থেকে পাকিস্তান ক্রিকেট দলকে নিষিদ্ধের দাবি করেছে ভারত। এর জন্য আইসিসিকে একটি চিঠিও পাঠিয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী পাকিস্তানকে বিশ্বকাপ থেকে বয়কট না করলে ভারত বিশ্বকাপ বয়কট করবে!

দুই দেশের মধ্যে সম্পর্কের টানাহেঁচড়া অনেক পুরনো। দুই দেশের রাজনৈতিক সমস্যার কারণে দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনেও বিরত রয়েছে। সম্প্রতি সময়ে দুই দেশের সম্পর্কের মধ্যে আরও ফাটল ধরেছে। বেশ কয়েকদিন আগে কাশ্মীরে জঙ্গি হামলা চালিয়েছিল পাকিস্তান। সেই হামলায় ভারতের ৪০ এর বেশি নওজোয়ান নিহত হয়। সেটিকে কেন্দ্র করে পাকিস্তানের উপর বেশ ক্ষিপ্ত ভারত।

Also Read - টি-টোয়েন্টি সিরিজে বাটলার ও স্টোকসকে বিশ্রাম


আইসিসি সভাপতি শশাঙ্ক মনোহরের নিকট একটি চিঠি পাঠিয়েছে বিসিসিআইয়ে ভারতের সুপ্রিম কোর্টের নিযুক্ত প্রশাসক কমিটি। সেখানেই এমন দাবি জানানো হয়েছে। সিওএ সভাপতি বিনোদ রাইয়ের নির্দেশে পাকিস্তানকে বিশ্বকাপ থেকে নিষিদ্ধ করার দাবি জানিয়ে বিসিসিআই প্রধান নির্বাহী আইসিসির খসড়া চিঠি লিখেছেন।

সেই চিঠিতে লেখা ছিল, “সম্প্রতি কাশ্মীরে সন্ত্রাসী হামলার প্রেক্ষিতে বোর্ড বিসিসিআই মনে করছে পাকিস্তানকে বিশ্বকাপে অংশ নেওয়া থেকে নিষিদ্ধ করা উচিত আইসিসির।”

তবে এখনো নিজেদের সিদ্ধান্ত জানায়নি আইসিসি। ঐ হামলার পর পুরো ভারতেই পাকিস্তান বয়কটের দাবি চলছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে যুদ্ধ। এরই মধ্যে পাকিস্তানের সঙ্গে সব ধরণের চুক্তি বাতিল করেছে বলে শোনা গিয়েছে। এই হামলাকে কেন্দ্র করে চলমান পাকিস্তান সুপার লিগ সম্প্রসারের দায়িত্ব থেকেও সরে এসেছে ডিস্পোর্ট ও প্রোডাকশন টিম।

আরও পড়ুনঃ টি-টোয়েন্টি সিরিজে বাটলার ও স্টোকসকে বিশ্রাম

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

পাকিস্তান থেকে ফিরে নিরাপত্তা পর্যবেক্ষকদের সবুজ সংকেত

ভারতের বিপক্ষে স্মিথ, লক্ষ্মণের ‘ড্রিম এলেভেনে’ সাকিব-তামিম

ব্র‍্যাডম্যানকেও টপকে গেলেন রোহিত!

আইরিশদের হারিয়ে আরব আমিরাতের চমক

সরফরাজের ‘সুবিচার’ চেয়ে প্রতিবাদ করবে পাকিস্তানিরা!