Scores

পাকিস্তানের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ আমির-ওয়াহাব

পরোক্ষভাবেই বড় শাস্তি পেলেন মোহাম্মদ আমির ও ওয়াহাব রিয়াজ। নিজেদের সীমিত ওভারের ক্যারিয়ারের কথা ভেবে টেস্ট ক্রিকেটকে বিদায় বলা এই দুই পেস তারকা পাকিস্তানের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছেন।

পাকিস্তানের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ আমির-ওয়াহাব

মাত্র ২৭ বছর বয়সে আমির এবং ৩৪ বছর বয়সে ওয়াহাব টেস্টসহ সব ধরনের লঙ্গার ভার্শনের ক্রিকেট থেকে অবসর নেন। তাদের অভাবে টেস্টে বেশ ধুঁকছে পাকিস্তান। এই দুই দক্ষ পেসার টেস্ট ক্রিকেট থেকে দূরে থাকায় সাদা পোশাকে তাদের ‘অবদান’ পাচ্ছে না দল।

Also Read - ওয়ানডের নেতৃত্বও হারালেন সরফরাজ, নতুন অধিনায়কের নাম ঘোষণা


পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তাই আমির-ওয়াহাবের উপর বেজায় নাখোশ ছিল। সেই প্রভাব পড়ল কেন্দ্রীয় চুক্তি সাজানোতেও। পিসিবি নতুন মৌসুমের জন্য যে চুক্তির তালিকা করেছে, তাতে ঠাই হয়নি আমির ও ওয়াহাবের। অর্থাৎ, বোর্ড থেকে মাসিক বেতন পাওয়ার তালিকা থেকে বাদ পড়েছেন তারা।

একই পরিণতি বরণ করে নিতে হয়েছে আরেক পেসার হাসান আলীকেও। তবে এই তিনজন চুক্তির বাইরে থাকলেও দল নির্বাচনে বিবেচনায় থাকবেন।


এবারের চুক্তিতে ঠাই পেয়েছেন মোট ১৮ ক্রিকেটার। একেবারেই নতুন মুখ নাসিম শাহ ও ইফতিখার আহমেদ। ২০২০-২১ মৌসুমের চুক্তিতে সদ্য সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদের অবনমন হয়েছে, ‘এ’ ক্যাটাগরি থেকে নেমে গেছেন ‘বি’ ক্যাটাগরিতে। ‘বি’ ক্যাটাগরি থেকে ‘এ’ ক্যাটাগরিতে উত্থান ঘটেছে তরুণ পেসার শাহীন শাহ আফ্রিদির। সর্বোচ্চ এই ক্যাটাগরিতে তার সাথে আছেন দুই অধিনায়ক আজহার আলী ও বাবর আজম।

একনজরে ২০২০-২১ মৌসুমে পিসিবির কেন্দ্রীয় চুক্তি

ক্যাটাগরি ‘এ’- আজহার আলী, বাবর আজম ও শাহীন শাহ আফ্রিদি।

ক্যাটাগরি ‘বি’- আবিদ আলী, আসাদ শফিক, হারিস সোহাইল, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ রিজওয়ান, সরফরাজ আহমেদ, শাদাব খান, শান মাসুদ ও ইয়াসির শাহ।

ক্যাটাগরি ‘সি’- ফখর জামান, ইফতিখার আহমেদ, ইমাদ ওয়াসিম, ইমাম উল হক, নাসিম শাহ ও উসমান শিনওয়ারি।

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

‘আমাকে সন্ত্রাসী-সেলে নিয়ে দিনে ১৬-১৭ ঘণ্টা নির্যাতন করা হতো’

আমার সাথে চরম অন্যায় করা হয়েছে : নাফীস

সরে দাঁড়ালেন শশাঙ্ক মনোহর

স্যামির কাছে ক্ষমা চেয়েছেন ইশান্ত

ফিক্সিং ইস্যুতে জিজ্ঞাসাবাদের মুখোমুখি থারাঙ্গা