পাকিস্তানের কোচ হওয়ার ইচ্ছে নেই ওয়াকারের
অতীতেও পাকিস্তানের বোলিং কোচের দায়িত্ব পালন করেছেন ওয়াকার ইউনিস। এমনকি দুই মেয়াদে হেড কোচ হিসেবেও ছিলেন তিনি।

Afrid Mahmud Rifatক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত হয়েছে - 2023-01-19T13:45:51+06:00
আপডেট হয়েছে - 2023-01-19T13:45:51+06:00
পাকিস্তান ক্রিকেট দলের বোলিং কোচের দায়িত্ব আর করতে চান না বলে জানিয়ে দিয়েছেন দলটির সাবেক কোচ এবং ক্রিকেটার ওয়াকার ইউনিস। একটি টুইটের মাধ্যমে নিশ্চিত করেছেন তিনি।
শাহিন-হারিসদের-দায়িত্ব-নিতে-চান-না-ওয়াকার
শন টেইটের সঙ্গে চুক্তি শেষ হয়ে আসছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের। তিনি শাহিন, হারিসদের নিয়ে আর কাজ করবেন না। যে কারণে তাঁদের জন্য নতুন কোচের সন্ধানে নেমেছে পিসিবি। তবে গুঞ্জন ছিল আবারও বোলিং কোচের দায়িত্ব পেতে যাচ্ছেন ওয়াকার।
তবে সেই গুঞ্জন উড়িয়ে দিয়েছেন নিজেই। ‘দ্য এসবি ক্রিকেটের’ সাংবাদিক শাহজিব ওয়াকারের বোলিং কোচের ইস্যুতে একটি টুইট করেন। তিনি লিখেছেন পিসিবি ওয়াকারকে বোলিং কোচ হওয়ার প্রস্তাব দিয়েছেন। এবং তা যদি সত্যি হয় সেটা হবে ভয়ঙ্কর।
পাকিস্তানের ক্রীড়া সাংবাদিকের টুইটের জবাবও দিয়েছেন ওয়াকার। মূলত ঐ সাংবাদিকের শব্দচয়নে আঘাত পেয়েছেন পাকিস্তানের এই সফল ক্রিকেটার। তিনি লিখেন,
“প্রস্তাব পেলেও কিছু আসে যায় না প্রিয়। তবে তোমার টুইটের শব্দ প্রয়োগ এবং লেখার ভঙ্গি অনেক কিছুই আসে যায়। তোমার মনে আঘাত করে থাকলে দুঃখিত।”
ওয়াকারের এই টুইটের পরপরই আরেকটি টুইট করেন তিনি। সেই টুইটেই নিশ্চিত করেন পাকিস্তানের বোলিং কোচের দায়িত্ব আর নিতে চান না তিনি। এমনকি পিসিবি থেকে এমন কোনো প্রস্তাবও পাননি এখন পর্যন্ত।
“পাকিস্তানের বোলিং কোচের প্রসঙ্গে আমাকে নিয়ে অনেক খবর ছড়াচ্ছে। আমি সবাইকে পরিস্কার করতে চাই, আমি কোনো প্রস্তাব পাইনি এবং আমার পাকিস্তানের কোচ হওয়ার কোনো ইচ্ছেও নেই।”
উল্লেখ্য, ২০১৯ থেকে ২০২১ সালের সেপ্টেম্বর পর্যন্ত পাকিস্তানের বোলিং কোচের দায়িত্বে ছিলেন ওয়াকার। এমনকি এই সাবেক ক্রিকেটার দুই মেয়াদে- ২০১০ ও ২০১১ এবং ২০১৪ ও ২০১৬, পাকিস্তানের হেড কোচের ভূমিকায়ও ছিলেন।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি। বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।