Scores

পাকিস্তানের চেয়ে ভালো দল আফগানিস্তান!

আন্তর্জাতিক ক্রিকেটে পাকিস্তান ক্রিকেট দলের অভিজ্ঞতার ধারে কাছেও নেই আফগানিস্তান ক্রিকেট দল। অথচ সেই দলের বোর্ডের প্রধান নির্বাহী বলছেন বর্তমান সময়ে পাকিস্তানের তুলনায় অনেক ভালো দল আফগানিস্তান!

যুদ্ধ-বিধ্বস্ত দেশ আফগানিস্তান, অনেক বাধা উতরে এই পর্যায়ে এসেছে তারা। আন্তর্জাতিক ক্রিকেটে তেমন সাফল্য না পেলেও দলে রয়েছে বেশ কয়েকজন প্রতিভাবান ক্রিকেটার। তবুও এসব দিয়ে তো আন্তর্জাতিক ক্রিকেটে সাফল্য পাওয়া যায় না। সাফল্য পেতে হলে মাঠের ক্রিকেটেই ভালো করতে হবে তাদের।|

Also Read - ইংল্যান্ডকে সহজ লক্ষ্য দিল শ্রীলঙ্কা


সম্প্রতি সময়ে সময়টা ভালো যাচ্ছে না পাকিস্তান ক্রিকেট দলেরও। আইসিসি বিশ্বকাপে পয়েন্ট টেবিলের ৯ম স্থানে রয়েছে তারা। সর্বশেষ নিজেদের চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে হেরেছে তারা। বিশ্বকাপের পারফরম্যান্সের কারণে ব্যাপক সমলোচনার শিকার হতে হচ্ছে দলটি। পাকিস্তানের দলের এমন করুন অবস্থায় খানিকটা খোঁচা মেরেই কথা বলেছেন আফগান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা আসাদুল্লাহ।

তিনি দাবি করেন, বর্তমান সময়ে পাকিস্তানের চেয়েও ভালো দল আফগানিস্তান। এমনকি পাকিস্তান ক্রিকেট দলের উন্নতির জন্য আফগানিস্তানের কাছে সাহায্য নিতে পারে পাকিস্তান।

“ক্রিকেটে আমরা বর্তমানে পাকিস্তান ক্রিকেট দলের চেয়ে অনেক এগিয়ে রয়েছি। তারা তাদের ক্রিকেট উন্নতির জন্য টেকনিক্যাল, কোচিং এবং অন্যান্য সাহায্য নিতে পারে আমাদের থেকে।”

আইসিসি ক্রিকেট বিশ্বকাপে ভালো অবস্থানে নেই আফগানিস্তানও। এখন পর্যন্ত একটি ম্যাচও জয়ের দেখা পায়নি তারা। পাঁচ ম্যাচ খেলে পাঁচটিতেই হেরেছে আফগানিস্তান।

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

তবুও হাজার কোটি টাকা ক্ষতির মুখে ইংল্যান্ড

অবসরের আগে স্মিথের ‘দুই লক্ষ্য’

সাঙ্গাকারা-ম্যাককালামদের চেয়ে এগিয়ে ধোনি

পাকিস্তান সফরে যেতে আপত্তি নেই ইংল্যান্ড কোচের

ইংলিশদের দেশে নেওয়ার কায়দা করছে পাকিস্তান