পাকিস্তানের জার্সিতে আফ্রিদির ফাউন্ডেশনের লোগো
করোনা ভাইরাসে সৃষ্ট মহামারীর কারণে আর্থিক লোকসানের শিকার হয়েছে কম-বেশি সব সংস্থা ও প্রতিষ্ঠান। এমন পরিস্থিতিতে নতুন স্পন্সর পাওয়া যেন কঠিনতর বিষয় হয়ে উঠেছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) জন্য। স্পন্সরহীন এই সময়ে পাকিস্তানি ক্রিকেটারদের জার্সিতে শোভা পাবে শহীদ আফ্রিদি ফাউন্ডেশনের লোগো।

পিসিবি হন্যে হয়েও খুঁজে পাচ্ছে না পাকিস্তান জাতীয় দলের টিম স্পন্সর। পাকিস্তানের টিম স্পন্সর হিসেবে কাজ করছিল একটি বেভারেজ কোম্পানি। তাদের সাথে চুক্তির মেয়াদ ইতোমধ্যে শেষ হয়েছে। নতুন করে চুক্তি করা যায়নি কারও সাথেই।
ফলে ইংল্যান্ড সফররত পাকিস্তান দলের প্র্যাকটিস কিটে নেই কোনো প্রতিষ্ঠানের লোগো। দরপত্র আহ্বান করে পিসিবি সাড়া পেয়েছে মাত্র একটি প্রতিষ্ঠানের। তবে এই প্রতিষ্ঠান আগের চুক্তির মাত্র ৩০ শতাংশ দর হাঁকিয়েছে! স্বভাবতই এতে নাখোশ পিসিবি, একইসাথে হতাশও। তাই স্পন্সর ছাড়াই আপাতত চলছে টিম পাকিস্তান।
তবে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজে বাবর-আজহারদের জার্সি আফ্রিদির গড়া শহীদ আফ্রিদি ফাউন্ডেশনের লোগো ব্যবহার করবে। টুইটারে বিষয়টি নিশ্চিত করেছেন আফ্রিদি নিজেই। জাতীয় দলকে বিদায় বলেছেন অনেকদিন হল। বোর্ডের এমন সমর্থন পেয়ে অভিভূত আফ্রিদি।
তিনি বলেন, ‘আমরা অত্যন্ত আনন্দিত যে, শহীদ আফ্রিদি ফাউন্ডেশন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চ্যারিটি পার্টনার হিসেবে পাকিস্তানি ক্রিকেটারদের কিটে ফাউন্ডেশনের লোগো থাকবে। সবসময় পাশে থাকার জন্য পিসিবির প্রধান নির্বাহী ওয়াসিম খান ও পিসিবিকে ধন্যবাদ জানাই। ছেলেদের জন্য শুভকামনা।’
একনজরে ইংল্যান্ড-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজের সূচি
ম্যাচ | তারিখ | ভেন্যু |
১ম টেস্ট | ৫-৯ আগস্ট | ওল্ড ট্রাফোর্ড |
২য় টেস্ট | ১৩-১৭ আগস্ট | সাউদাম্পটন |
৩য় টেস্ট | ২১-২৫ আগস্ট | সাউদাম্পটন |
১ম টি-টোয়েন্টি | ২৮ আগস্ট | ওল্ড ট্রাফোর্ড |
২য় টি-টোয়েন্টি | ৩০ আগস্ট | ওল্ড ট্রাফোর্ড |
৩য় টি-টোয়েন্টি | ১ সেপ্টেম্বর | ওল্ড ট্রাফোর্ড |
We’re delighted that the @SAFoundationN logo will be featured on the Pakistan playing kits, since we are charity partners to @TheRealPCB. Thanking #WasimKhan & the PCB for their continued support & wishing our boys all the very best with the tour #HopeNotOut https://t.co/v8fvodh0iN
— Shahid Afridi (@SAfridiOfficial) July 8, 2020
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।