Scores

পাকিস্তানের টেস্ট দলে ফিরলেন আমির

দক্ষিণ আফ্রিকা সফরের টেস্ট দলে জায়গা পেয়েছেন পাকিস্তানের দুই বোলার মোহাম্মদ আমির ও শাদাব খান। আগামী ২৬ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া টেস্ট সিরিজের মাধ্যমে আবারও টেস্ট দলে ফিরলেন এই ফাস্ট বোলার ও লেগ স্পিনার।

আমিরকে বাদ দিয়ে পাকিস্তানের ওয়ানডে দল ঘোষণা

এছাড়াও দলে ফিরেছেন ইনজুরির কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট দলে না থাকা ওপেনার ফখর জামান। এদিকে অবসর নেওয়া মোহাম্মদ হাফিজের জায়গা নিতে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে শান মাসুদকে। এর আগে একটি টেস্ট খেলা মোহাম্মদ রিজওয়ানও সুযোগ পেয়েছেন পাকিস্তানের টেস্ট দলে।

অবসর গ্রহণ করা হাফিজ ছাড়াও দল থেকে বাদ পড়েছেন অফ স্পিনার বিলাল আসিফ, ফাস্ট বোলার মীর হামজা ও এখনও টেস্ট অভিষেক না হওয়া সাদ আলী। প্রসঙ্গত, সাদ আলী নিউজিল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের হোম সিরিজে টেস্ট স্কোয়াডে ডাক পেয়েছিলেন। যদিও ঐ সিরিজে আর মাঠে নামা হয়নি তার।

Also Read - রোমাঞ্চকর জয়ে সেমিফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখলো বাংলাদেশ


সীমিত ওভারের ক্রিকেটে ভালো পারফরম্যান্স প্রদর্শন করতে না পারায় পাকিস্তানের তিন ফরম্যাটের দল থেকেই বাদ পড়েছিলেন তারকা পেসার আমির। তবে দক্ষিণ আফ্রিকা সফরের মাধ্যমেই আবারও দলে ফিরতে যাচ্ছেন তিনি। তবে আমিরকে দল থেকে বাদ দেওয়াকে তাকে বিশ্রামের সুযোগ করা হিসেবে দেখছে তিন ম্যানেজমেন্ট। আমিরের দলে ফেরা প্রসঙ্গে দলটির সাবেক অধিনায়ক ও বর্তমান প্রধান নির্বাচক ইনজামাম-উল-হক বলেন, ‘আমির অসাধারণ একজন বোলার এবং আমরা তার স্কিল সম্পর্কে জানি। কিন্তু নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরার পর সে টানা ক্রিকেটের মধ্যে ছিল এবং বিশ্রামের জন্য যথেষ্ট সময় পায়নি। সে সবসময়ই আমাদের পরিকল্পনার অংশ হয়ে ছিল। তার ভালোর জন্যই আমরা দল থেকে বাদ দিয়েছিলাম।’

একনজরে দক্ষিণ আফ্রিকা সফরে পাকিস্তানের টেস্ট স্কোয়াড-

ইমাম-উল-হক, ফখর জামান, শান মাসুদ, আজহার আলী, হারিস সোহেল, আসাদ শফিক, বাবর আযম, সরফরাজ আহমেদ (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, ইয়াসির শাহ, শাদাব খান, মোহাম্মদ আব্বাস, হাসান আলী, মোহাম্মদ আমির, ফাহিম আশরাফ, শাহীন আফ্রিদি।

আরও পড়ুন: শন মার্শের লজ্জার রেকর্ড

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

বিশ্বকাপ আয়োজনে আইসিসিকে ডু প্লেসির পরামর্শ

তামিমের ক্যারিয়ারের সেরা টেস্ট ম্যাচ

ডু প্লেসিকে বিপিএলে আমন্ত্রণ জানালেন তামিম

কোহলি ক্রিকেটের ফেদেরার, স্মিথ নাদাল: ডি ভিলিয়ার্স

তামিমের লাইভে আসছেন ডু প্লেসি