
আগামী জুলাইয়ে বাংলাদেশ সফরের কথা থাকলেও সফরের মাস দুয়েক আগে হুট করেই পাকিস্তান ক্রিকেট বোর্ড জানায়, সফরে আসছে না তারা। এরপরও পাকিস্তানকে সফরসূচি পাঠিয়েছিল বিসিবি, তাতেও ইতিবাচক কোনো সাড়া মেলেনি।
এমন অবস্থায় সিরিজটিকে রীতিমতো বাতিলের খাতায় ফেলে দিয়েছে বিসিবি। শনিবার মানিকগঞ্জ জেলার শিবালয়ে শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ দেখতে গিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এমন কথা জানান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন।
আরও পড়ুনঃ চ্যাম্পিয়ন্স ট্রফিকে স্মরণীয় করতে রাখতে চান সাকিব
বিসিবি ধরে নিচ্ছে, এই সফরে আসবে না পাকিস্তান। পাপন বলেন, ‘আমরা পিসিবিকে সূচি পাঠিয়েছি। কিন্তু তারা এখনও আমাদেরকে কিছু জানায়নি। আমরা ধরে নিচ্ছি তারা আসবে না।’
পাকিস্তান সিরিজের সময়ে অন্য কোনো দলের সাথে সিরিজ আয়োজন করা যায় কি না এখন সে কথাই ভাবছে বিসিবি। তবে সেক্ষেত্রে ক্রিকেটারদের মতামতও চাওয়া হবে। পাপন বলেন, ‘ওই সময়ে অন্য কোন দলকে আনা যায় কিনা সেটা নিয়ে আমরা ভাবছি। চ্যাম্পিয়ন্স ট্রফি চলাকালীন ইংল্যান্ড গিয়ে ক্রিকেটারদের সঙ্গেও কথা বলবো। তারা কি চাচ্ছে- সিরিজ খেলতে চায় নাকি বিশ্রাম। এরপর সিদ্ধান্ত হবে। এছাড়া ওই সময়ে অন্য দলগুলোর ব্যস্ত শিডিউল থাকবে। সব দিক বিবেচনা করেই এগোনো হবে।’
এদিকে অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর নিয়ে আর কোনো সংশয় নেই বলে জানান বিসিবি সভাপতি। তিনি বলেন, ‘আগামী সপ্তাহে অস্ট্রেলিয়ার পরিদর্শক দল বাংলাদেশে আসবে। নিরাপত্তা এবং সূচি পরিদর্শনের জন্যই তারা আসবে।’
- সিয়াম চৌধুরী, প্রতিবেদক, বিডিক্রিকটাইম