Scores

পাকিস্তানের প্রধান কোচ হতে পারেন মিসবাহ!

কোচিং স্টাফের চারজনের সাথে চুক্তি বাতিল করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। কোচশূন্য দলটির জন্য বিভিন্ন শর্তপূরণে কোচও খুঁজছে দেশটি। পাকিস্তানের প্রধান কোচের পদের জন্য সাবেক অধিনায়ক মিসবাহ উল হক আবেদন করছেন বলে জানা গেছে।

খেলার সঙ্গে রাজনীতি না মেশানোর আহ্বান মিসবাহর

Also Read - লাইভ: দুই ওপেনারের ব্যাটে বাংলাদেশের দারুণ শুরু


গত ২ আগস্ট লাহোরে এক বৈঠকের মাধ্যমে কোচিং স্টাফে বড় পরিবর্তন আনার সিদ্ধান্তে যায় পিসিবি। যে বৈঠকে বোর্ডের সংশ্লিষ্ট হিসেবে উপস্থিত ছিলেন মিসবাহও। প্রধান কোচ মিকি আর্থারের পাকিস্তান ছাড়ার পর সেই শূন্য পদের জন্য আবেদন করেছেন সাবেক ক্রিকেটার ও সম্প্রতি বোর্ডের সাথে কাজ করা ৪৫ বছর বয়সী সাবেক ব্যাটসম্যান।

শুধু প্রধান কোচ আর্থারই নন, চাকরিচ্যুত হয়েছেন ব্যাটিং কোচ গ্রান্ট ফ্লাওয়ার, বোলিং কোচ আজহার মাহমুদ এবং ট্রেইনার গ্রান্ট লুডেনও। ধারণা করা হচ্ছে, সাম্প্রতিক সময়ে পাকিস্তান দলের পড়তি পারফরম্যান্সের জন্যই চাকরি হারাতে হয়েছে কোচদের।


২০০১ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় এই ডানহাতি ব্যাটসম্যান। ২০১৭ সালে ওয়েস্ট ইন্ডিজ সফর শেষে প্রায় ৪৩ বছর বয়সে অবসরে যান তিনি। অবসর নেয়ার আগে পাকিস্তানের হয়ে ৭৫টি টেস্ট, ২০২টি ওয়ানডে এবং ৩৯টি টি-২০ ম্যাচ খেলেছেন।

তিন সংস্করণ মিলিয়ে ব্যাট হাতে তার সংগ্রহ ১১১৩২ রান। সাদা পোশাকে ১০টি সেঞ্চুরি করলেও, রঙিন পোশাকে তিন অঙ্কের দেখা পাননি। এছাড়া ৫৬টি টেস্টে দেশকে নেতৃত্ব দিয়েছেন মিসবাহ। যারমধ্যে ২৬টি জয় ও ১১টি ড্রয়ের দেখা পেয়েছেন। হেরেছেন ১৯টি ম্যাচে।

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

নিরাপদে পাকিস্তানে পৌঁছালো টাইগাররা

মুশফিকের প্রতি মালিকের আহ্বান

ভাড়া বিমানে পাকিস্তান যেতে যত খরচ হবে বিসিবির

পাকিস্তান-যাত্রার আগে দোয়া ও সমর্থন চাইলেন ক্রিকেটাররা

বিসিবিকে ক্রিকেটারদের ‘ধন্যবাদ’