Scores

পাকিস্তানের বিপক্ষেই ফিরছেন স্মিথ-ওয়ার্নার

বল টেম্পারিংয়ের ঘটনায় নিষিদ্ধ হওয়া স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নারকে পাকিস্তানের বিপক্ষে সিরিজে রাখা হয়নি। তবে পাকিস্তানের বিপক্ষে আসন্ন সিরিজের শেষ দুটি ম্যাচে খেলার সম্ভাবনা আছে স্মিথ-ওয়ার্নারের, এমনটাই ক্রিকেট অস্ট্রেলিয়ার নিজস্ব ওয়েবসাইট জানানো হয়েছে।

পাকিস্তানের বিপক্ষেই ফিরছেন স্মিথ-ওয়ার্নার

চলতি মাসের শেষদিকে সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। আগামী ২২ মার্চ শারজায় পাকিস্তান-অস্ট্রেলিয়ার প্রথম ওয়ানডে মাঠে গড়াবে। প্রাথমিক ঘোষিত দলে স্মিথ-ওয়ার্নারকে দলে রাখেনি ক্রিকেট অস্ট্রেলিয়া।

Also Read - বিপিএলকে ‘প্রস্তুতির বাধা’ মনে করেন না রিয়াদ


বোর্ড থেকে বলা হয়েছিল, ইনজুরি পরবর্তী রিহ্যাব প্রক্রিয়ার মধ্যে থাকায় তাদের দলে রাখা হয়নি। তবে ক্রিকেট অস্ট্রেলিয়া তাদের মাঠে ফেরার পথ হিসেবে আইপিএলকেই বেঁছে নেওয়া হয়েছে।

তবে এবার ক্রিকেট অস্ট্রেলিয়ার নিজস্ব ওয়েবসাইট জানানো হয়, স্মিথ-ওয়ার্নারকে পাকিস্তানের বিপক্ষে শেষ দুটি ওয়ানেডেতে দেখা যাবে। আগামী ২৯ ও ৩১ মার্চ পাকিস্তানের বিপক্ষে চতুর্থ ও শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে।

আগামী ২৯ মার্চ এ দুজনের ওপর থেকে ১ বছরের নিষেধাজ্ঞা উঠে যাবে। ওই দিন ও ৩১ মার্চ পাকিস্তানের বিপক্ষে শেষ দুটি ওয়ানডে খেলবে অস্ট্রেলিয়া। স্বাভাবিকভাবেই এ দুটি ম্যাচে জাতীয় দলের হয়ে মাঠে নামতে পারবেন তারা।

সিএ নির্বাচকমণ্ডলীর চেয়ারম্যান ট্রেভর হনস জানিয়েছেন, কনুইয়ের ইনজুরির কারণে কোনো সমস্যা না হলে ২৯ ও ৩১ মার্চ ম্যাচ দুটিতে খেলতে পারবেন স্মিথ-ওয়ার্নার।

এর আগে নিষেধাজ্ঞার কারণে স্মিথ-ওয়ার্নারকে জাতীয় দলের সঙ্গে অনুশীলনের সুযোগ দেওয়া হয়নি। তবে ঘরোয়া দল নিউ সাউথ ওয়েলস সদস্য ও জাতীয় দলের প্যাট কামিন্স, মিচেল স্টার্ক ও জস হ্যাজেলউডের বিরুদ্ধে নেটে ব্যাটিং করার সুযোগ পেয়েছেন।

নিষিদ্ধ থাকাকালীন উভয়ই বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরে খেলতে এসেছিলেন। ভিন্ন দুটি দলের হয়ে মাঠে নেমেছিলেন দু’জন। তবে ইনজুরির কারণে দু’জনেই পরবর্তীতে দেশে ফেরত যান।

তবে আসছে বিশ্বকাপের কথা মাথায় রেখে সতীর্থদের সঙ্গে বোঝাপড়া এবং দলের সংস্কৃতির সঙ্গে খাপ খাইয়ে নিতে তাদের ফেরানোর উদ্যোগ নিয়েছে সিএ।

ইতিমধ্যে পাকিস্তানের বিপক্ষে সিরিজের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে অস্ট্রেলিয়া (সিএ)। ভারতের মাটিতে স্বাগতিকদের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজে খেলা দলটিই রেখে দিয়েছেন নির্বাচকেরা। তাতে স্থান পাননি স্মিথ-ওয়ার্নার।

গেল বছর মার্চে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপটাউন টেস্টে বল টেম্পারিং কেলেঙ্কারিতে অধিনায়ক স্টিভ স্মিথ ও সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নারকে ১ বছর এবং ক্যামেরন ব্যানক্রফটকে ৯ মাস নিষিদ্ধ করে অস্ট্রেলীয় বোর্ড। এরই মধ্যে আন্তর্জাতিক ক্রিকেটে ব্যানক্রফটের নির্বাসনের মেয়াদ শেষ হয়েছে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

গিলক্রিস্ট বলছেন বিশ্বকাপ জিতবে অস্ট্রেলিয়াই

আবারো নিজেদের প্রমাণ করতে হবে স্মিথ-ওয়ার্নারকে

ওয়ার্নকে ঘুষের প্রস্তাব দিয়েছিল সাবেক পাকিস্তানের অধিনায়ক!

অস্ট্রেলিয়ার চেয়েও এগিয়ে টাইগাররা

আবারো সিরিজ বাতিল করলো ক্রিকেট অস্ট্রেলিয়া