Scores

পাকিস্তানের বিপক্ষে টাইগারদের নেতৃত্বে রিয়াদ

বাংলাদেশের বিপক্ষে দু’টি লঙ্গার ভার্শন ম্যাচ ও তিনটি একদিনের ম্যাচ খেলতে আগামী শুক্রবার (২৬ এপ্রিল) সফরে আসছে পাকিস্তান অনূর্ধ্ব-১৬ দল। সফরে দলটি মোকাবেলা করবে স্বাগতিক অনূর্ধ্ব-১৬ দলকে।

পাকিস্তানের বিপক্ষে টাইগার যুবাদের দল ঘোষণা

এই সিরিজকে সামনে রেখে বৃহস্পতিবার (২৫ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বাংলাদেশ দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলের অধিনায়ক করা হয়েছে রিয়াদ খানকে।

Also Read - উপেক্ষিত থাকছেন না ডিপিএলের পারফর্মাররা


১৫ সদস্যের এই দলের পাশাপাশি স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে আরও ৭ জন ক্রিকেটারকে।

প্রসঙ্গত, সিরিজের প্রথম তিনদিনের ম্যাচ অনুষ্ঠিত হবে ফতুল্লায়। এছাড়া বাকি ম্যাচগুলোর ভেন্যু খুলনার শেখ আবু নাসের স্টেডিয়াম। ২৯ এপ্রিল শুরু হবে দুই দলের লড়াই, যার ইতি ঘটবে আগামী ১৫ মে।

 

একনজরে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দল স্কোয়াড-

রিয়াদ খান (অধিনায়ক), মাহফুজুর রহমান রাব্বি (সহ-অধিনায়ক), মফিজুল ইসলাম, সাজ্জাদ হোসেন মিরাজ, সাকিব শাহরিয়ার, রাফসান জানি, সোহাগ আলী, আইচ মোল্লা, আজিজুল হক রনি, তানভীর আলম অয়ন, শামসুল ইসলাম ইপন, মাকসুদুর রহমান, আশিকুর রহমান, শাহরিয়ার আলম মাহিম ও মুশফিক হাসান।

স্ট্যান্ডবাই: আমির হোসেন, খালেদ হাসান, মিনহাজুল হাসান, আরিফ আহমেদ অনিক, মো: সাজিদ আহমেদ, নাসিম ইসলাম ও জি.এম তাহজিবুল ইসলাম।

একনজরে সূচি

তারিখম্যাচভেন্যু
২৯ এপ্রিল – ১ মেতিনদিনের ম্যাচফতুল্লা
৫ – ৭ মেতিনদিনের ম্যাচখুলনা
১০ মে১ম একদিনের ম্যাচখুলনা
১২ মে২য় একদিনের ম্যাচখুলনা
১৫ মে৩য় একদিনের ম্যাচখুলনা

 

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

বিশ্বকাপের সেরা মুহূর্ত হিসেবে নির্বাচিত হল বাংলাদেশের জয়

চার প্রক্রিয়ায় অনুশীলনের পরিকল্পনা সাজিয়েছে ভারত

মাঠে ফিরছে ক্রিকেট, ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি চূড়ান্ত

সেই বাদ পড়াই বদলে দেয় তামিমের ক্রিকেট জীবন

কোহলির অনুশীলন দেখে লজ্জিত হতেন তামিম!