Scores

পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের ইংলিশ স্কোয়াড ঘোষণা

সদ্যই ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ শেষ করলো ইংল্যান্ড। তবে বিশ্রাম নেই ইংল্যান্ড টেস্ট দলের খেলোয়াড়দের। এক সপ্তাহ পরেই আবার আরেক সিরিজে নামতে হচ্ছে তাদের। পাকিস্তানের বিপক্ষে অপরিবর্তিত ১৪ সদস্যের দল ঘোষণা করেছে ইসিবি।

দুর্দান্ত ব্রডের তোপে সিরিজ জিতে নিল ইংল্যান্ড

আগামী ৫ আগস্ট পাকিস্তানের বিপক্ষে ইংল্যান্ডের তিন ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে। ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডেই হবে সিরিজের প্রথম ম্যাচটি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ খেলে এখন ম্যানচেস্টারেই অবস্থান করছে ইংল্যান্ড দল।

Also Read - দুর্ভাগ্যবশত আমি ক্রিকেটার হয়ে গিয়েছি : সাব্বির


ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ ম্যাচের স্কোয়াডটিই পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচের জন্য রেখেছে ইংল্যান্ড। আলোচিত উইকেটরক্ষক ব্যাটসম্যান জস বাটলার আরও একবার সুযোগ পেয়েছেন। দীর্ঘদিন পর গত ম্যাচে অর্ধশতকের দেখা পান বাটলার। ক্যারিবিয়ানদের বিপক্ষে ৫ ইনিংসে মাত্র ১৫১ রান সংগ্রহ করেছেন তিনি। ইনিংস সর্বোচ্চ রান ৬৭।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ম্যাচে বাদ পড়া স্টুয়ার্ট ব্রড পরের দুই ম্যাচে অসাধারণ পারফর্ম করেন। বল হাতে ১৬টি উইকেট শিকার করার সাথেসাথে ব্যাট হাতে একটি ঝড়ো অর্ধশতকও করেন তিনি। ফলস্বরূপ বোলিং র‍্যাঙ্কিংয়ের একাদশতম স্থান থেকে তৃতীয় স্থানে উঠে এসেছেন ব্রড।

পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচটি শুরু হবে ১৩ আগস্ট সাউদাম্পটনে। সিরিজের শেষ ম্যাচটি একই মাঠে ২১ আগস্ট মাঠে গড়াবে।

উল্লেখ্য, সদ্য সমাপ্ত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে হেরে গেলেও পরের দুই ম্যাচে বেন স্টোকস, ব্রডদের দুর্দান্ত পারফর্মে সিরিজ জিতে নিয়েছে ইংল্যান্ড।

পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের ইংল্যান্ড স্কোয়াড : ররি বার্নস, ডমিনিক সিবলি, জো রুট (অধিনায়ক), বেন স্টোকস, জ্যাক ক্রাউলি, জস বাটলার, ডমিনিক বেস, স্যাম কারান, জফরা আর্চার, স্টুয়ার্ট ব্রড, ওলি পোপ, জেমস অ্যান্ডারসন, মার্ক উড, ক্রিস ওকস।

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

Related Articles

পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে স্লোগান, টুইটারে সমালোচনার ঝড়

পাকিস্তানের বিপক্ষে আফগানিস্তানের সম্মানজনক সংগ্রহ

স্টেডিয়ামের বাইরে পাকিস্তান-আফগানিস্তান সমর্থকদের ধস্তাধস্তি

আফগানিস্তানকে বাজেভাবে অপমান করলেন শোয়েব, টুইটারে নিন্দার ঝড়

জুলাইয়ে পাকিস্তান সফর করবে আফগানিস্তান