Scores

পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিতলে অবাক হবেন না সুজন

লড়াইটা র‍্যাংকিংয়ের ১ নম্বর দলের সাথে র‍্যাংকিংয়ের ৯ নম্বর দলের। লড়াইটা বাংলাদেশের সাথে পাকিস্তানের। পরিসংখ্যান বিবেচনায় এই লড়াইয়ে পাকিস্তান থেকে ঢের পিছিয়ে বাংলাদেশ। তবুও দুই দলের লড়াইয়ে টাইগারদেরকেই এগিয়ে রাখছেন খালেদ মাহমুদ সুজন।

ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট টি-টোয়েন্টিতে খুব বেশি সাফল্য পায়নি বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে রেকর্ডটাও ভুলে যাওয়ার মত। ১০ বারের মুখোমুখি সাক্ষাতে ২ জয়ের বিপরীতে ৮ হার লাল-সবুজের প্রতিনিধিদের। এর উপর আবার আয়োজক দেশ খোদ পাকিস্তান। সবেমিলে ফেভারিটের পাল্লাটা স্বাগতিকদের দিকেই ঝুলে আছে।

Also Read - টাইগারদের সামনে র‍্যাঙ্কিংয়ে উন্নতির হাতছানি


এমন পরিস্থিতিতে আগামীকাল থেকে শুরু হওয়া ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বাবর আজমদের বিপক্ষে মাহমুদউল্লাহ রিয়াদের দল সিরিজ জিতে নিলেও অবাক হবে না সুজন। আজ মিরপুরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বাংলাদেশ দলের পাকিস্তান সফর নিজের প্রত্যাশার কথা জানান সাবেক এ অধিনায়ক।

যেখানে সুজন বলেন, ‘আমি বিশ্বাস করি যদিও পাকিস্তান র‍্যাংকিংয়ে অনেক উপরের দিকের দল এবং ওদের মাটিতে খেলা, ওরা এই ফরম্যাটে বেশ শক্তিশালী আমিও সেটা বিশ্বাস করি। কিন্তু তারপরেও বাংলাদেশের সেই ক্ষমতা আছে এই দলের সাথে ভালো কিছু করার। যদি সিরিজটি জিতি আমরা, তাহলে আমি অবাক হবো না।’

‘আমিতো খুব উত্তেজিত আসলে। যেভাবে ছেলেরা খেলে গেছে বিপিএল। যেভাবে শেষ করেছে এবং আমাদের তরুণ ক্রিকেটাররা যেভাবে নিজেদেরকে মেলে ধরেছে এই বিপিএলে, সবকটা বিপিএলের মধ্যে আমার কাছে এই বিপিএলটা এজন্যই ভালো লাগলো যে তরুণরা দারুণভাবে মেলে ধরেছে নিজেরকে। তো আশায় আছি।’ সাথে যোগ করেন তিনি।

পাকিস্তানের মাটিতে বেশ কিছু স্মৃতি আছে সুজনের। তবে সেটাকে তিনি সুখকর বলতে নারাজ। ২০০৩ এ নিজেদের দরজায় এসে আবার ফিরে গেছিল মুলতান টেস্ট জয়ের স্বাদ। সেবার ব্যর্থ হলেও এবারের দলের উপর বেশ আস্থা আছে সুজনের। ফরম্যাটটা টি-টোয়েন্টি বলেই সেই আস্থার ভিতটা আরো মজবুত করছেন তিনি।

সুজন জানান, ‘২০০৩ এ আমরা মুলতান টেস্টটা জিততে জিততে হেরে গেছি তো এটা সুখকর স্মৃতি কোনভাবেই না। কিন্তু হ্যা, আমরা দুর্দান্ত ক্রিকেট খেলেছিলাম পাকিস্তানের বিপক্ষে ওই সিরিজে। আমি বিশ্বাস করি, লড়াই তো হবেই পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে। তবে আমি চাই যে হারের স্মৃতি না আসুক, আমি বিশ্বাস করি জিততে পারি। আমি মনেকরি যে বাংলাদেশের দলের এখন সেই ক্ষমতা আছে যেকোনো দলের সাথে ভালো ক্রিকেট খেলা টি-টোয়েন্টি এবং ওয়ানডে ফরম্যাটে।’

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন
Tweet 20
fb-share-icon20

Related Articles

ক্রিকেটারদের করোনামুক্ত রাখতেই ডিপিএল চান সুজন

কোচের ভূমিকায় রফিক, আফতাব

দ্রুত মানিয়ে নেবেন মুশফিক-লিটনরা, প্রত্যাশা সুজনের

লিটনের ‘বড় ভক্ত’ সুজন

আরও ভালো দল গড়তে চেয়েছিল আবাহনী