Scores

পাকিস্তানের বিশ্বকাপ দল ঘোষণা, নেই আমির

আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ এর জন্য ১৫ সদস্যের বিশ্বকাপ দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সরফরাজ আহমেদকে অধিনায়ক করে ঘোষিত দলে নেই মোহাম্মদ আমির।

আগামী ৩০ মে থেকে ইংল্যান্ডে শুরু হবে আইসিসি ক্রিকেট বিশ্বকাপের এবারের আসর। আসরের জন্য নিউজিল্যান্ড তাদের মূল দল ঘোষণা করে দিলেও পাকিস্তান মাত্র ঘোষণা করেলো তাদের প্রাথমিক দল। সেই প্রাথমিক দলে অভিজ্ঞদের পাশাপাশি সুযোগ পেয়েছেন তরুণরা।

আসন্ন ইংল্যান্ড বিশ্বকাপে লড়াইয়ের জন্য পাকিস্তানের ঘোষিত স্কোয়াডে নিয়মিত মুখই দেখা যাচ্ছে। পাকিস্তানের ব্যাটিং অর্ডার সামলাবেন ইমাম উল হক, ফখর জামান, বাবর আজম, মোহাম্মদ রিজওয়ানের মতো তরুণরা। সাথে আছেন অভিজ্ঞ সাবেক অধিনায়ক শোয়েব মালিক, অধিনায়ক সরফরাজ আহমেদরা।

Also Read - বিশ্বকাপের জন্য প্রোটিয়াদের 'আকর্ষণীয়' জার্সি উন্মোচন


পাকিস্তানের পেস আক্রমণের নেতৃত্বে থাকবেন অভিজ্ঞ ডানহাতি পেসার হাসান আলি ও তরুণ পেসার শাহেন শাহ আফ্রিদি। তরুণ মোহাম্মদ হাসনাইনও জায়গা পেয়েছেন বিশ্বকাপের দলে। এছাড়া দলে আছেন অলরাউন্ডার ফাহিম আশরাফও। বাদ পড়েছেন আসিফ আলি।

স্পিন আক্রমণের নেতৃত্বে থাকবেন অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের মাঝপথে প্রথমবারের মতো অধিনায়কের দায়িত্ব পাওয়া ইমাদ ওয়াসিম। শোয়েব মালিকও প্রয়োজনের সময় বল হাতে দারুণ ভূমিকা রাখতে পারেন।

পাকিস্তানের বিশ্বকাপ মিশন শুরু হবে আগামী ৩১ মে। বিশ্বকাপ শুরুর দ্বিতীয় দিনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে সরফরাজ আহমেদের দল। ম্যাচটি অনুষ্ঠিত হবে নটিংহ্যামের ট্রেন্ট ব্রীজে।

বিশ্বকাপের আগে ইংল্যান্ডে দ্বিপাক্ষিক সিরিজ খেলবে পাকিস্তান। সেই সিরিজের দলে আছেন আসিফ আলি ও মোহাম্মদ আমির। অস্ট্রেলিয়ার বিপক্ষে গত সিরিজে শতক করা মোহাম্মদ রিজওয়ানেরও জায়গা হয়নি কোনো দলেই।

পাকিস্তানের ১৫ সদস্যের বিশ্বকাপ স্কোয়াড:

সরফরাজ আহমেদ (অধিনায়ক), বাবর আজম, আবিদ আলি, ইমাদ ওয়াসিম, হাসান আলি, ফাহিম আশরাফ, ফখর জামান, ইমাম উল হক, শোয়েব মালিক, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ হাসনাইন, শাহেন শাহ আফ্রিদি, জুনায়েদ খান, মোহাম্মদ শাদাব, হারিস সোহেল।

স্ট্যান্ড বাই: আসিফ আলি, মোহাম্মদ আমির।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

বিশ্বকাপ ফাইনালে ধৈর্যশীলতা দেখানোর পুরস্কার জিতল কিউইরা

‘আমি সর্বদা বলি, সমর্থকরা আমাদের দ্বাদশ খেলোয়াড়’

আইসিসিকে নিশামের খোঁচা

সুপার ওভারের নিয়মে পরিবর্তন আনল আইসিসি

বিশ্বকাপ-ফাইনালের বিতর্কিত নিয়ম ‘চলবে না’ বিগ ব্যাশে!