Scores

পাকিস্তানের স্কোয়াডে যুক্ত হচ্ছেন আমির

ইংল্যান্ড সফররত পাকিস্তানের স্কোয়াডে যুক্ত করা হচ্ছে তারকা পেসার মোহাম্মদ আমিরকে। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে তিনি সফরে দলের সঙ্গী হননি। সম্প্রতি তার ঘর আলো করে দ্বিতীয় সন্তান ভূমিষ্ঠ হয়।

বিশ্বকাপে খেলবেন আমির— বিশ্বাস শোয়েবের

পাকিস্তানের স্কোয়াড ঘোষণার আগে আমির জানিয়েছিলেন, স্ত্রীর এই কঠিন সময়ে তিনি খেলায় ফিরবেন না। দলও তাই তাকে ছাড়াই সাজানো হয়েছিল। ১৭ জুলাই আমিরের স্ত্রী নার্জিস খান তাদের দ্বিতীয় সন্তানের জন্ম দেন। সন্তানের মুখ দেখেই আমির জানিয়েছেন, তিনি এখন দলে যোগ দিতে প্রস্তুত।

Also Read - স্কিল-ফিটনেস বাড়িয়ে নেওয়ার সেরা সুযোগ দেখছেন ইমরুলঅবশ্য ইংল্যান্ডে দলের সাথে যুক্ত হওয়ার আগে বেশ ঝক্কি-ঝামেলা পোহাতে হবে আমিরকে। ইংল্যান্ডের বিমানে চড়ার আগেই দুইবার তাকে প্রমাণ দিতে হবে, তার শরীরে করোনার উপস্থিতি নেই।

একনজরে ইংল্যান্ড ও পাকিস্তানের মধ্যকার দ্বিপাক্ষিক সিরিজের সূচি 

ম্যাচতারিখভেন্যু
১ম টেস্ট৫-৯ আগস্টওল্ড ট্রাফোর্ড
২য় টেস্ট১৩-১৭ আগস্টসাউদাম্পটন
৩য় টেস্ট২১-২৫ আগস্টসাউদাম্পটন
১ম টি-টোয়েন্টি২৮ আগস্টওল্ড ট্রাফোর্ড
২য় টি-টোয়েন্টি৩০ আগস্টওল্ড ট্রাফোর্ড
৩য় টি-টোয়েন্টি১ সেপ্টেম্বরওল্ড ট্রাফোর্ড

একনজরে পাকিস্তানের স্কোয়াড

আবিদ আলী, ফখর জামান, ইমাম উল হক, শান মাসুদ, আজহার আলী (টেস্ট অধিনায়ক), বাবর আজম (টেস্টে সহ-অধিনায়ক ও টি-টোয়েন্টিতে অধিনায়ক), আসাদ শফিক, ফাওয়াদ আলম, হাইদার আলী, ইফতিখার আহমেদ, কুশদিল শাহ, মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, মোহাম্মদ রিজওয়ান, সরফরাজ আহমেদ, ফাহিম আশরাফ, হারিস রউফ, ইমরান খান, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ হাসনাইন, নাসিম শাহ, শাহীন আফ্রিদি, সোহাইল খান, উসমান শিনওয়ারি, ওয়াহাব রিয়াজ, ইমাদ ওয়াসিম, কাশিফ ভাট্টি, শাদাব খান, ইয়াসির শাহ, মোহাম্মদ আমির।

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

Related Articles

মিসবাহ-আজহারদের ‘নাক না গলানো’র পরামর্শ ইমরানের

টি-টোয়েন্টিতে চতুর্থ সেঞ্চুরি হাঁকালেন বাবর

পাকিস্তানে জন্ম বলেই আমি খুব অলস : খাজা

ইংল্যান্ডে বর্ণবাদের আরও তথ্য ফাঁস করলেন রানা

কোভিড-১৯ পরীক্ষায় ক্রিকেটারদের থেকে টাকা নিচ্ছে পিসিবি