Scores

পাকিস্তানে আপত্তি বিসিবির

২০০৯ সালে শ্রীলঙ্কা ক্রিকেট দলের উপর হামলার পর থেকে পাকিস্তানে বেশ কয়েক বছর যাবত আন্তর্জাতিক ক্রিকেট এক প্রকার বন্ধ’ই হয়ে গেছে বলা চলে। ঘরের মাঠে খেলা ফেরাতে মরিয়া পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) পিএসএলের ফাইনালের পর সম্প্রতি লঙ্কানদের বিপক্ষে সিরিজ আয়োজন করে নিজেদের লক্ষ্য পূরণের সম্ভাবনা জাগিয়ে রেখেছে।

বাংলাদেশকে আমন্ত্রণ জানাতে চায় পাকিস্তান

যদিও এখনো ক্রিকেট বিশ্বের উপরের সারির দলগুলো পাকিস্তান সফরকে নিরাপদ মনে করছে না তাও নাছোড়বান্দা পিসিবি সিদ্ধান্ত নিয়েছিল দেশটিতে এসিসি ইমার্জিং কাপ আয়োজন করার। তবে এই আশাতেও গুড়েবালি। এসিসির সভায় টুর্নামেন্টটি আয়োজনের বৈধতা পেলেও এখন শঙ্কা জেগেছে তা ভেস্তে যাওয়ার।

Also Read - ভুল হিসেবে সেমিফাইনাল খেলেছে বাংলাদেশ!


আর তাতে বাধ সাজছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও বিসিসিআই। ভারতের সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আগে থেকেই পাকিস্তান সফরে যাওয়ার উপর রয়েছে নিষেধাজ্ঞা। যার ফলে স্বাভাবিকভাবেই আসরটিতে অনীহা প্রকাশ ভারতের। তার সাথে যুক্ত হয়েছে এবার বিসিবির বেঁকে বসা। এমনটি দাবি পাকিস্তান গণমাধ্যমের।

নিরাপত্তার স্বার্থে বাংলাদেশ প্রতিযোগিতাতে অংশ নিবে না এমনটি দাবি করে পিসিবির এক কর্মকর্তা সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে (পিটিআই) বলেন, ‘২৯ অক্টোবর পাকিস্তানকে এসিসির বৈঠকে এই টুর্নামেন্ট আয়োজনের স্বত্ব দেওয়া হয়। তবে সেখানে ভারত ও বাংলাদেশের কেউ উপস্থিত হননি।’

বিসিবি ও বিসিসিআই বৈঠকে না থাকলেও লঙ্কান ক্রিকেট বোর্ড পাকিস্তানে প্রতিযোগিতাটি আয়োজনে সমর্থন জানিয়েছে বলেও এসময় জানান পিসিবির এই কর্মকর্তা। তাছাড়া বিসিবি ও বিসিসিআই না চাইলেও ঘরের মাঠে যে কোনো মূল্যে প্রতিযোগিতাটি আয়োজন করতে মরিয়া পিসিবি আর এজন্য নিজেদের সর্বোচ্চ ক্ষমতা ব্যবহার করবে পিসিবি উল্লেখ করে ঐ কর্মকর্তা আরও জানান, ‘যে কোনো মূল্যে আসরটি পাকিস্তানের মাটিতে আয়োজন করতে চাই আমরা। এশিয়ান ইমার্জিং নেশন্স কাপ আয়োজনের জন্য আমরা নিজেদের ক্ষমতার মধ্যে যথাসম্ভব সব রকম চেষ্টাই করব।’

বিসিবি প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চায় না এমনটা পিসিবির পক্ষ থেকে দাবি করা হলেও এখনো পর্যন্ত প্রতিযোগিতাটি নিয়ে বিসিবির পক্ষ থেকে কোন মন্তব্য পাওয়া যায়নি।


আরও পড়ুনঃ ভুল হিসেবে সেমিফাইনাল খেলেছে বাংলাদেশ!

Related Articles

করোনাভাইরাসের কারণে স্থগিত এসিসির সভা

এশিয়া কাপের আগামী আসর পাকিস্তানে!

ইমার্জিং এশিয়া কাপের সেমিফাইনাল লাইন-আপ চূড়ান্ত

কেন বাংলাদেশে এত আগ্রহী আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গন?

প্রতি বছর এশিয়া কাপ আয়োজনের পরিকল্পনা