Scores

পাকিস্তানে জাতীয় দল পাঠাতে চায় না বিসিবি

ইমার্জিং এশিয়া কাপ খেলতে সোমবার পাকিস্তান যাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। এতে আলোচনায় আসছে বাংলাদেশ জাতীয় দলের পাকিস্তান সফরের বিষয়টিও। দীর্ঘদিন ধরেই পাকিস্তান সফরের জন্য বিসিবিকে অনুরোধ করে আসছে পিসিবি। সূচি অনুযায়ী, ২০২৩ সালের মধ্যে দুইবার পাকিস্তান সফরে যাওয়ার কথা বাংলাদেশের।

পাকিস্তানে জাতীয় দল পাঠাতে চায় না বিসিবি

তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, এখনও জাতীয় দলকে পাকিস্তানে না পাঠানোর মানসিকতাই পুষে রেখেছেন তারা। তাই পাকিস্তানে জাতীয় দলের কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলার ইচ্ছাও নেই।

পাপন বলেন, গত বছর লাহোরে একটি টি-টোয়েন্টি খেলেছিল শ্রীলঙ্কাএর আগে ২০১৫ সালে আমাদের নারী দল যখন পাকিস্তানে যায়, তখন ওদের নিরাপত্তা ব্যবস্থা ভালো ছিলনিরাপত্তা নিয়ে কোনও হুমকি না থাকলে বা আইসিসির কাছ থেকে ইতিবাচক ইঙ্গিত পেলে আমরা ভেবে দেখতে পারিতবে এখনই পাকিস্তানে কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলার ইচ্ছে নেই আমাদের।’

Also Read - ঢাকা টেস্ট ভুলতে পারবেন না পাপন!


তাহলে পাকিস্তানের বিপক্ষে অ্যাওয়ে সিরিজ দুটির কী হবে? বোর্ড সভাপতি জানালেন, বিকল্প ভেন্যুতেই হবে সেসব সিরিজ। তিনি জানান, আইসিসি কী ভাবছে, সেটাও আমরা দেখছিআমরা যদি কোনো নিরাপত্তা হুমকি না দেখি বা আইসিসির ইতিবাচক ইঙ্গিত পাই, তাহলে আমরা ভেবে দেখব

শুধু বাংলাদেশই নয়, ভারতের সাথেও পাকিস্তান বোর্ডের চলছে শীতল সম্পর্ক এবং বাংলাদেশের তুলনায় ভারতের সাথে সম্পর্কের শীতলতা যেন বেশিই! ফলশ্রুতিতে দীর্ঘকাল ধরে দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি হচ্ছে না দেশ দুটি। এসিসি সভাপতি হিসেবে পাপন চান এশিয়ার দেশ দুটির মধ্যকার বরফ গলুক।

তিনি বলেন, উপমহাদেশের ক্রিকেট এগিয়ে যাওয়ার জন্য ওদের খেলা হওয়া উচিত বলে মনে করিআমাকে যদি বলেন, এটা হলো বড় একটা ইস্যু, যা নিয়ে আমরা আলোচনা করবতবে ওদের খেলা হবে, এটা আমি নিশ্চিতভারতের বোর্ডও খেলতে চায়, খেলোয়াড়রাও চায়কিন্তু কিছু ব্যাপার আছে, যা শুধু ক্রিকেট বোর্ডগুলো সমাধান করতে পারবে না।’

আরও পড়ুন: ইমার্জিং কাপ: পাকিস্তানে বাংলাদেশের সাথে যাবে নিরাপত্তা দলও

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

হেডিংলিতে খেলা হচ্ছে না স্মিথের

বাংলাদেশ সফরের জন্য আফগানিস্তানের দল ঘোষিত

আজ ভারতের ‘জামাই’ হবেন হাসান আলী

লম্বা সময়ের জন্য নির্বাসনে শাহজাদ

ডমিঙ্গোকে কোচ করতে চেয়েছিল শ্রীলঙ্কাও!