Scores

পাকিস্তানে টেস্ট না খেললে পয়েন্ট হারাবে বাংলাদেশ?

বিপিএলের ডামাডোলের মধ্যেও দেশের ক্রিকেটে এখন আলোচনার বড় অংশ জুড়ে বাংলাদেশ দলের পাকিস্তান সফর। নারী দল ও ছেলেদের বয়সভিত্তিক দল নিরাপদে পাকিস্তান সফর করে আসায় বাংলাদেশ পুরুষ জাতীয় দলেরও পাকিস্তান সফর অনেকটাই নিশ্চিত।

পাকিস্তানে টেস্ট না খেললে পয়েন্ট হারাবে বাংলাদেশ

তবে এফটিপি অনুযায়ী জানুয়ারি-ফেব্রুয়ারির পাকিস্তান সফরে স্বাগতিকদের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট খেলার কথা থাকলেও নিরাপত্তাহীনতার শঙ্কায় শুধু টি-টোয়েন্টি সিরিজেই অংশ নিতে চায় বাংলাদেশ।

Also Read - কোচকে গালিগালাজ করে দল থেকে বাদ দিন্দাবাংলাদেশ টেস্ট খেলতে চাইছে না- বিষয়টি এমনও নয়। বিসিবির চাওয়া- নিরপেক্ষ ভেন্যুতে হোক টেস্ট সিরিজটি। তবে দীর্ঘ ১০ বছর পর শ্রীলঙ্কাকে টেস্ট সিরিজে আতিথেয়তা দেওয়া পাকিস্তান নিজেদের সিদ্ধান্তে অনড়। পিসিবির কর্তাব্যক্তিরা জানিয়েছেন- বাংলাদেশকে পাকিস্তানেই টেস্ট খেলতে হবে, অর্থাৎ হোম সিরিজটি অন্য কোনো দেশে আয়োজন করবে না তারা।

এমন অবস্থায় পাকিস্তান-বাংলাদেশ টেস্ট সিরিজ না হওয়ার শঙ্কাও জেগেছে। একইসাথে উঠছে প্রশ্ন- বাংলাদেশ পাকিস্তানে টেস্ট না খেললে কি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্ট হারাবে?

যাদের মনে এই প্রশ্ন জাগছে, তাদের এখনই দুশ্চিন্তার কোনো কারণ নেই। কারণ টেস্ট সিরিজটি এখন মাঠে না গড়ালেও সফরকারী বাংলাদেশকে পয়েন্ট হারাতে হবে না।

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল অনুষ্ঠিত হবে ২০২১ সালের জুনে। এর আগে বাংলাদেশ দল পাকিস্তানের হোম টেস্ট সিরিজটিতে অংশ নিলে পয়েন্ট হারানোর বালাই নেই, যদি টাইগাররা জানুয়ারি-ফেব্রুয়ারিতে পাকিস্তানের বিপক্ষে টেস্ট না খেলে। সেক্ষেত্রে দুই দলের বিভিন্ন সিরিজ-টুর্নামেন্ট এবং বিপিএল ও পিএসএলের সূচির মধ্যে ফাঁকা সময় বের করে ২০২১ সালের মার্চ পর্যন্ত পাকিস্তানের হোম সিরিজে অংশ নেওয়ার সুযোগ থাকছে বাংলাদেশের জন্য।

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন
Tweet 20
fb-share-icon20

Related Articles

রাওয়ালপিন্ডি টেস্টে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

তামিম-মুমিনুলদের জন্যই পাকিস্তান দলে পরিবর্তন

আইসিসিকে বুড়ো আঙুল দেখিয়ে ইংল্যান্ডের জয়

অসম্ভবের পেছনে ছুটছে দক্ষিণ আফ্রিকা

নিউজিল্যান্ডকে ধবলধোলাইয়ের লজ্জায় ডুবাল অস্ট্রেলিয়া