Scores

পাকিস্তানে ৫ দিন কোয়ারেন্টিনে থাকবে জিম্বাবুয়ে

করোনাকালীন সময়ে যেকোনো টুর্নামেন্ট ও সিরিজের আগে কোয়ারেন্টিন পালন করা নিয়ে কম জল ঘোলা হচ্ছে না। এই ইস্যুতে মতের মিল না হওয়ায় তো আটকে আছে বাংলাদেশের শ্রীলঙ্কা সফর। কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আসন্ন জিম্বাবুয়ে সিরিজের জন্য সফরকারীদের মাত্র পাঁচ দিন কোয়ারেন্টিনে থাকার অনুমতি দিয়েছে। তাও সবাইকে না যারা পাকিস্তানে গিয়ে কোভিড-১৯ পজিটিভ হবেন শুধু তাদেরকেই।   

পাকিস্তানে ৫ দিন কোয়ারেন্টিনে থাকবে জিম্বাবুয়ে

আগামী ৩০ অক্টোবর শুরু হবে পাকিস্তান ও জিম্বাবুয়ের মধ্যকার ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ। জিম্বাবুয়ে দলকে দেশটির সরকার পাকিস্তান সফরের অনুমতি দেওয়ার পরে সিরিজের সূচি নির্ধারণ করতে আর দেরি করেনি পাকিস্তান। একদিনের মধ্যেই জানিয়ে দিয়েছে কোয়ারেন্টিনে থাকার সময়কালও।

Also Read - আইপিএলে রোহিতের অন্যরকম ২০০


২০ অক্টোবর পাকিস্তানে পৌঁছাবে জিম্বাবুয়ে দল। তাদের সকলেই পাকিস্তানে যাওয়ার পরে আবার কোভিড-১৯ পরীক্ষা করানো হবে। সফরকারীদের মধ্যে কেউ পাকিস্তানে গিয়ে করোনা পজিটিভ হলে তাদের সেলফ আইসোলেশনে থাকতে হবে ৫ দিন। পাকিস্তানে যাওয়ার পরে যাদের নেগেটিভ ফলাফল আসবে তারা পিণ্ডি স্টেডিয়ামে অনুশীলন করতে পারবেন। খেলোয়াড়দের বহনকারী বাস থেকে শুরু করে পুরো পরিবেশই রাখা হবে জৈব সুরক্ষার আওতায়।

প্রসঙ্গত, করোনা পরবর্তী সময়ে আয়োজিত ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের ইংল্যান্ড সফরে তাদেরকে কোয়ারেন্টিনে থাকতে হয়েছিল। তবে আয়ারল্যান্ড ও অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা ইংল্যান্ড সফরে কোয়ারেন্টিন পালন করেননি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ক্রিকেটাররা কোয়ারেন্টিন পালন করেছেন। তবে ইংল্যান্ড অস্ট্রেলিয়া জাতীয় দলের খেলোয়াড়েরা দেড় দিন থেকে ছয় দিন পর্যন্ত একেকজন একেক মেয়াদের কোয়ারেন্টিন পালন করেছেন।

অপরদিকে, কোয়ারেন্টিন পালন করা নিয়ে বিরোধ সৃষ্টি হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসির) মধ্যে। ১৪ দিনের কোয়ারেন্টিনের ব্যাপারে নাছোড়বান্দা এসএলসি। অপরদিকে সাত দিনের বেশি কোয়ারেন্টিনে রাজি নয় বিসিবি।

একনজরে জিম্বাবুয়ের পাকিস্তান সফরের সূচি 

ওয়ানডে সিরিজ

তারিখম্যাচভেন্যু
৩০ অক্টোবর ২০২০১ম ওয়ানডেমুলতান
১ নভেম্বর ২০২০২য় ওয়ানডেমুলতান
৩ নভেম্বর ২০২০৩য় ওয়ানডেমুলতান

 

টি-টোয়েন্টি সিরিজ

তারিখম্যাচভেন্যু
৭ নভেম্বর ২০২০১ম টি-টোয়েন্টিরাওয়ালপিন্ডি
৮ নভেম্বর ২০২০২য় টি-টোয়েন্টিরাওয়ালপিন্ডি
১০ নভেম্বর ২০২০৩য় টি-টোয়েন্টিরাওয়ালপিন্ডি

 

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

Related Articles

সাংবাদিকের প্রশ্নে রেগে আগুন ফাওয়াদ

ডি ভিলিয়ার্সের মিউজিক ভিডিওতে গাইলেন কোহলি-স্টেইনরা

কোন টুর্নামেন্টে কত ছক্কা হাঁকিয়েছেন গেইল?

দুঃসময়ে হারুন লরগাতকে ফেরাল প্রোটিয়ারা

শাহীন-ওয়াহাবের বোলিংয়ে ম্লান টেলরের শতক