‘পাকিস্তান পৃথিবীর সেরা দেশ, ব্যবহার ঠিক করো’- নিউজিল্যান্ডকে শোয়েব
পাকিস্তান জাতীয় দল এখন নিউজিল্যান্ড সফরে। ৩৫ সদস্যের বিশাল বহর নিয়ে সফরে গিয়ে পাকিস্তান অবশ্য নিজেরাও বিপাকে পড়েছে, বিপাকে ফেলেছে নিউজিল্যান্ডকেও। সফরকারী দলে হানা দিয়েছে করোনা।
ক্রিকেট খেলুড়ে দেশগুলোর মধ্যে করোনা নিয়ন্ত্রণের দিক থেকে সবচেয়ে ভালো অবস্থানে আছে নিউজল্যান্ড। করোনা মোকাবেলায় স্বাস্থ্যবিধি মানার কড়াকড়ি দেশটিতে স্বভাবতই একটু বেশি। পাকিস্তান যাতে ক্রাইস্টচার্চে ঠিকঠাকভাবে আইসোলেশন ও কোয়ারেন্টিন পালন করে, এজন্য সেনা প্রহরাও নিয়োজিত করা হয়েছিল।
Also Read - হিউজ-জোন্সের প্রতি শ্রদ্ধা জানিয়ে কোহলিদের হাতে কালো আর্মব্যান্ডতবে নিয়মকানুনে যেন মনোযোগ নেই পাকিস্তানিদের। অবাধ বিচরণ, মাস্কবিহীন ঘুরাঘুরি- এমন প্রশ্নবিদ্ধ আচরণের ফলও পেয়েছে দলটি। দলের ৬ ক্রিকেটারের দেহে মিলেছে ছোঁয়াচে ভাইরাসের উপস্থিতি। অপারগ নিউজিল্যান্ডও জানিয়ে দিয়েছে, আর একবার নিয়ম ভাঙলে সফরকারী বহরকে পাকিস্তানে ফেরত পাঠিয়ে দেওয়া হবে।
তবে নিউজিল্যান্ডের এই কঠোরতা অপমানজনক মনে হয়েছে শোয়েব আখতারের কাছে। পাকিস্তানের সাবেক এই পেসার রীতিমত হুঙ্কার দিয়ে নিউজিল্যান্ডকে বলেছেন ‘ব্যবহার ঠিক করতে’। নিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেল পাকিস্তানকে ‘পৃথিবীর সেরা দেশ’ হিসেবেও আখ্যা দিয়েছেন তিনি।
শোয়েব বলেন, ‘নিউজিল্যান্ড বোর্ডকে আমি এই বার্তা দিতে চাই যে, এটা কোনো ক্লাব দল নয়, এটা পাকিস্তান জাতীয় দল। এটা পাকিস্তান, পৃথিবীর সেরা দেশ। তাই ব্যবহার ঠিক করো আর এমন বিবৃতি দেওয়া বন্ধ করো (নিয়ম ভাঙলে পাকিস্তান দলকে দেশে ফিরিয়ে দেওয়ার প্রসঙ্গে)।’
শোয়েবের এমন বিবৃতিতে নিউজিল্যান্ডের দায়িত্বশীল কেউ কোনো প্রতিক্রিয়া না জানালেও সমর্থকরা অবশ্য শোয়েবের সমালোচনা করছেন।
Shoaib Akhtar “The PCB should show some toughness. If I was in their place, I would have given a statement saying that if New Zealand Cricket aren’t happy, we won’t play them and will bring our team back & we won’t play against you for five years” #NZvPAK #Cricket
— Saj Sadiq (@Saj_PakPassion) November 26, 2020
Shoaib has lost his senses.
He knows what our players did was wrong, so instead of making them realize what they did was wrong he’s encouraging their wrongdoings.
Not strange but totally uncalled for.— noo (@khaa_norr) November 26, 2020
Your kind of threat talks may work in some other country but not in NZ. They’re damn serious & they mean what they had said. They will not flinch for one sec to cancel this your if Pak team not going to behave. COVID Protocols mean everything to them.
— Batty kalsi (@battykalsi) November 26, 2020
So you want to act irresponsible in someone else’s country, not follow their rules and regulations and you expect to get away without any warning. LOL. That’s not how it works
— Ahsan ?? (@AftabSahab_) November 26, 2020
respect us by following the rules we have in place, and we’ll continue to respect you! we’re just trying to keep our people healthy
— Asha (@AshaStarkly) November 27, 2020
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।