Scores

পাকিস্তান-বাংলাদেশ ম্যাচ দেখা যাবে যেসব চ্যানেলে

ব্যাপক আলোচিত পাকিস্তান-বাংলাদেশ সিরিজ মাঠে গড়ানোর অপেক্ষায়। আগামী ২৪ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দিয়ে শুরু হবে পাকিস্তানে টাইগারদের পূর্ণাঙ্গ সফর। অন্য সিরিজগুলোর মত এই সিরিজের ম্যাচগুলোও দেখা যাবে টিভি পর্দায়।

পাকিস্তান-বাংলাদেশ ম্যাচ দেখা যাবে যেসব চ্যানেলে

বাংলাদেশি টেলিভিশন চ্যানেলের মধ্যে বিটিভি, জিটিভি ও মাছরাঙ্গা টিভিতে সরাসরি দেখা যাবে সিরিজের সবগুলো ম্যাচ। এছাড়া র‍্যাবিটহোলের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলের মাধ্যমে ইন্টারনেট ব্যবহারকারী বাংলাদেশের দর্শকরা পাকিস্তান ও বাংলাদেশের মধ্যকার লড়াই সরাসরি উপভোগ করতে পারবেন।

Also Read - জীবিত থাকতেই নিজের মর্মটা বুঝতে পারছি: সাকিবএছাড়া বিদেশি চ্যানেলগুলোর মধ্যে পিটিভি, সনি সিক্স, টেন স্পোর্টস, হটস্টার ইউএস চ্যানেল, ফ্লো স্পোর্টস ২, বিটি স্পোর্টস, হটস্টার কানাডা, ফক্স স্পোর্টস, ও ইভেন্ট স্পোর্টস ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করবে।

র‍্যাবিটহোল ছাড়াও মোবাইল অ্যাপের মাধ্যমে সরাসরি দেখা যাবে স্মার্টক্রিক, ক্রিকএইচডি ও বায়স্কোপে।

পাকিস্তানের উদ্দেশে বুধবার (২২ জানুয়ারি) রাতেই দেশ ছাড়বে দল। ২৩ জানুয়ারি বিশ্রাম ও খানিক প্রস্তুতি শেষে ২৪ জানুয়ারি প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুই দল।

সিরিজের তৃতীয় ও চতুর্থ ম্যাচ অনুষ্ঠিত হবে ২৫ ও ২৭ জানুয়ারি। তিনটি ম্যাচের ভেন্যু লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম। তিন দফা সফরের প্রথম দফা শেষ করে ২৮ জানুয়ারি দেশে ফিরবেন ক্রিকেটাররা।

এরপর ফেব্রুয়ারিতে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত প্রথম টেস্ট এবং এপ্রিলে দ্বিতীয় টেস্ট ও একটি ওয়ানডে খেলতে আরও দুই দফা পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ দল। নজিরবিহীনভাবে পূর্ণাঙ্গ সিরিজটি সম্পন্ন হবে পৃথক তিনটি সফরে।

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

Related Articles

মুসলিম ক্রিকেটারের গায়ে ‘শ্যাম্পেন’ ঢেলে বিতর্কিত এসেক্স

নিউজিল্যান্ডের আরও তিনটি সিরিজের সূচি চূড়ান্ত

চূড়ান্ত হলো বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সূচি

মহামারীতে স্থগিত হল এমজানসি সুপার লিগও

এখনই দেশে সিরিজ আয়োজনের ভাবনা নেই বিসিবির