পাকিস্তান সফর থেকে ছিটকে গেলেন তরুণ পেসার হাল

Azmal Tanjim ShakirEditor
প্রকাশিত হয়েছে - 2024-09-27T01:46:25+06:00
আপডেট হয়েছে - 2024-09-27T01:46:25+06:00
চোট পেয়ে পাকিস্তান সফর থেকে ছিটকে গিয়েছেন ২০ বছর বয়সী ইংল্যান্ডের বামহাতি পেসার জশ হাল। অভিষেকে শ্রীলঙ্কার বিপক্ষে ওভাল টেস্টে পাওয়া চোট থেকে এখনো সেরে উঠতে পারেননি হাল।
লিচেস্টারশায়ারের এ পেসার আলোচনায় এসেছিলেন তার উচ্চতার কারণে। ৬ ফুট ৭ ইঞ্চি উচ্চতার অধিকারী জশ হাল নিজের অভিষেক টেস্টে পান ৩ উইকেট। প্রথম ইনিংসেই তিনি পান পাথুম নিসাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা এবং বিশ্ব ফার্নান্দোর উইকেট।
শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের আগে প্রথম শ্রেণির ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ৫ উইকেট নেন হাল। চোটের কারণে মার্ক উড না খেলতে পারায় অভিষেক হয়ে যায় হালের।
ঐ টেস্টেই কোয়াড ইনজুরিতে পড়েন হাল। এজন্য তাকে নেওয়া হয়নি অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের স্কোয়াডে। সেরে ওঠার জন্য এ সময়টা তাকে বিশ্রাম দেওয়া হয়। কিন্তু এই সময়ের পরও পুরোপুরি সেরে উঠতে পারেননি হাল।
হালকে নিয়ে পাকিস্তান সফরের জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করেছিল ইসিবি। হাল ছিটকে যাওয়ার পর তার বদলি হিসেবে কাউকে নিচ্ছে না ইংল্যান্ড। ১ অক্টোবর ১৬ সদস্যের স্কোয়াড নিয়েই পাকিস্তানের বিমান ধরবে তারা।
৭ অক্টোবর থেকে শুরু হবে ইংল্যান্ড ও পাকিস্তানের তিন ম্যাচের টেস্ট সিরিজ। এর আগের পাকিস্তান সফরে ইংল্যান্ড তিন ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করেছিল পাকিস্তানকে।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।