
পাকিস্তান সিরিজের বাকি অংশে অনিশ্চিত উইলিয়ামসন
প্রকাশিত হয়েছে - 2024-01-15T17:18:55+06:00
আপডেট হয়েছে - 2024-01-15T17:18:55+06:00
চোট যেন পিছু ছাড়ছে না নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসনের। সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপে খেলা নিয়েও ছিল শঙ্কা। কিছুটা চোটসমস্যা থাকলেও তা নিয়েই কয়েকটি ম্যাচ খেলেছিলেন তিনি। এবার চলমান পাকিস্তান সিরিজে আবারও হানা দিয়েছে উইলিয়ামসনের চোট। [গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]
কেন উইলিয়ামসন। ছবি : গেটি ইমেজস
পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজের তৃতীয় ম্যাচ বাদে বাকিসব ম্যাচে খেলার কথা ছিল উইলিয়ামসনের। তবে দ্বিতীয় ম্যাচে খেলতে নেমে ১৫ বলে ২৬ রান করার পর হ্যামস্ট্রিংয়ে চোট পান তিনি, রিটায়ার্ড হার্ট হয়ে পরে ছেড়ে যান মাঠ। এখন সিরিজের বাকি অংশেও অনিশ্চিত হয়ে পড়েছেন তিনি।
দ্বিতীয় ম্যাচের পর নিজের বাড়ি তাউরাঙ্গাতে উড়ে গেছেন উইলিয়ামসন। সেখানে স্ক্যান করানোর কথা রয়েছে তার। স্ক্যানের ফলাফল পাওয়া গেলেও বোঝা যাবে চোটের অবস্থা। তবে কিউইদের প্রধান কোচ গ্যারি স্টিড উইলিয়ামসনকে নিয়ে কোনো প্রকার ঝুঁকি নিতে চান না।
আজ (১৫ জানুয়ারি) গণমাধ্যমের সাথে আলাপকালে স্টিড বলেন, ‘এটা সেই পায়েই যেখানে তার হাঁটুর চোটটা ছিল। তার বাড়ি গিয়ে স্ক্যান করানোর কথা রয়েছে। স্ক্যানের ফল না পাওয়া পর্যন্ত এই মুহূর্তে আমি কোনো খবর দিতে পারছি না। সিরিজের এই অংশের জন্য (তৃতীয় ম্যাচ) উইল ইয়ংয়ের দলের সাথে থাকার কথা ছিল, কেনের নয়। আপাতদৃষ্টিতে মনে হচ্ছে উইল দলের সাথে থেকে যাবে। কেনের স্ক্যানের ফল না পাওয়া পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না।’
স্টিড আরও বলেন, ‘আসলে তার (উইলিয়ামসন) খেলা অনিশ্চিত। যেখানে টেস্ট ম্যাচ এত কাছে আছে। আমাদের কাছে স্বল্প মেয়াদের থেকে দীর্ঘ মেয়াদের বিষয়গুলো প্রাধান্য পেয়ে থাকে এবং আমরা চেষ্টা করব সে এই ব্যাপারে ঠিকঠাক আছে কিনা তা নিশ্চিত করতে।’
পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে আছে নিউজিল্যান্ড। আগামী ১৭ জানুয়ারি ডানেডিনে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে নিউজিল্যান্ড এবং পাকিস্তান। খেলা শুরু হবে বাংলাদেশ সময় ভোর ৬টায়।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।