
পাঞ্জাব-কলকাতার রান উৎসবের ম্যাচে যত রেকর্ড
রাইসান কবিরক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত হয়েছে - 2024-04-27T01:12:40+06:00
আপডেট হয়েছে - 2024-04-27T01:12:40+06:00
অবিশ্বাস্য, অভাবনীয়, অনবদ্য, অকল্পনীয়, অসাধারণ – আরও যা যা বিশেষণ মাথায় আসছে যোগ করে নিন। আইপিএলে কলকাতা নাইট রাইডার্স এবং পাঞ্জাব কিংস যে ম্যাচটা খেলল তাতে জগতের সব বিশেষণ ব্যবহার করে ফেললেও কোনো সমসা নেই। ম্যাচটাই যে হয়েছে এরকম। অবশ্য এবারের আইপিএল তো রান উৎসবটাকেই বানিয়ে ফেলেছে স্বাভাবিক। [গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]
নারাইন এবং বেয়ারস্টো, দুই দলের হয়ে সবচেয়ে উজ্জ্বল ছিল যে দুজনের পারফরম্যান্স।
এবারের আইপিএল যত রান উৎসবের মঞ্চই হোক এতটা রানবন্যার ম্যাচ আসলেই অভাবনীয়। কলকাতা নাইট রাইডার্সের ২৬১ রান ৮ বল এবং ৮ উইকেট হাতে রেখে অনায়াসেই পেরিয়ে গেছে পাঞ্জাব কিংস। টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বেশি রান তাড়ার রেকর্ড এটি। বুঝতেই পারছেন, কেমন ম্যাচ হয়েছে!
টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বেশি রান তাড়া করে জয়ের রেকর্ডটা এতদিন ছিল দক্ষিণ আফ্রিকার দখলে। ২০২৩ সালে ওয়েস্ট ইন্ডিজের ২৫৮ রান তাড়া করে দারুণ এক জয় তুলে নিয়েছিল দক্ষিণ আফ্রিকা। এবার সেই রেকর্ড ভেঙেছে পাঞ্জাব কিংস।
ম্যাচে ছক্কা হয়েছে সর্বমোট ৪২টি। টি-টোয়েন্টি ম্যাচে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড এটিই। এর আগে ৩৮ ছক্কা হয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ এবং মুম্বাই ইন্ডিয়ান্সের ম্যাচে, এবারের আইপিএলেই।
আইপিএলের ইতিহাসে প্রথমবার দুই দলের দুজন করে মোট ৪ জন ওপেনার পেলেন পঞ্চাশ ছাড়ানো ইনিংসের দেখা।
দুই দল মিলিয়ে রান করেছে ৫২৩। টি-টোয়েন্টির ইতিহাসে এক ম্যাচে সবচেয়ে বেশি রানের তালিকায় যৌথভাবে দ্বিতীয় স্থানে আছে এটি। সমান রান হয়েছে এবারের আসরের হায়দরাবাদ এবং মুম্বাইয়ের ম্যাচটিতে। ৫৪৯ রান নিয়ে সবচেয়ে উপরে আছে সানরাইজার্স হায়দরাবাদ এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর ম্যাচ, এটিও এবারের আসরের।
পাওয়ারপ্লে থেকে ৯৩ রান তুলেছে পাঞ্জাব কিংস, আইপিএলের ইতিহাসে যা সর্বোচ্চ। সব মিলিয়ে আইপিএলের ইতিহাসে ২৫০ বা তার বেশি রান হয়েছে ৯ বার, এর মধ্যে ৫ বারই হল সর্বশেষ ১০ দিনের মধ্যে।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।