Scores

পাপনের ভুয়া আইডি বন্ধে আইনি ব্যবস্থা নিচ্ছে বিসিবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের নামে খোলা ভুয়া ফেসবুক আইডি বন্ধে আইনি ব্যবস্থা নিচ্ছে বোর্ড। বিষয়টি জানিয়েছেন বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন।

পিসিবিকে ধন্যবাদ জানালেন পাপন

সম্প্রতি বিসিবি সভাপতির নাম ও ছবি ব্যবহার করে খোলা হয়েছে বেশ কয়েকটি ফেসবুক অ্যাকাউন্ট ও পেইজ। সামাজিক যোগাযোগমাধ্যম সয়লাব এসব অ্যাকাউন্ট ও পেইজের মন্তব্যে। এতে ক্ষুণ্ণ হচ্ছে বিসিবি প্রধানের ভাবমূর্তি।

Also Read - আফগানিস্তানকে লজ্জায় ডুবিয়ে প্রশংসার সাগরে ভাসছে জিম্বাবুয়ে


বিষয়টি নজরে এসেছে বোর্ড কর্তাদেরও। ভুয়া আইডিগুলো বন্ধ করার জন্য অবহিত করা হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে। ইতোমধ্যে কয়েকজন প্রতারকের অবস্থানও চিহ্নিত করা সম্ভব হয়েছে।

বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেছেন, ‘আমরা এ ব্যাপারে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানিয়েছি। এর মধ্যে ব্যবস্থাও নেওয়া হয়েছে। দুই-তিনটি আইডিকে চিহ্নিত করা হয়েছে এবং বন্ধ করে দেওয়া হয়েছে।’

‘কিছু আইডি দেশের বাইরে থেকে খোলা হয়েছে। সেগুলোও বন্ধ করার পদক্ষেপ নেওয়া হয়েছে।’– বলেন তিনি।

ফেসবুকে বিসিবি প্রধানের নামে অনুসন্ধান করলে অনেকগুলো আইডি প্রদর্শন করলেও বাস্তবে ফেসবুকে মোটেও সক্রিয় নন পাপন। নিজামউদ্দিন চৌধুরী জানিয়েছেন, ফেসবুকে কোনো অ্যাকাউন্টও নেই বিসিবি সভাপতির।

Related Articles

করোনাকালে বাড়তি সতর্কতায় বিসিবি সভাপতি

সাকিব-মাশরাফির অভিমত, বেশি গুরুত্ব দেওয়ার কিছু দেখছেন না সুজন

করোনায় ভবিষ্যৎ সিরিজ নিয়ে শঙ্কিত নয় বিসিবি

এক বছরের মধ্যে টেস্টে ভালো দল হবে বাংলাদেশ : পাপন 

তরুণদের নিয়ে জাতীয় দল গড়ার আভাস দিলেন পাপন