Scores

পারফর্ম করেই জাতীয় দলে ফিরতে চান নাসির

জাতীয় দলের এক অপরিহার্য ক্রিকেটার নাসির হোসেন। ২০১১ সালে আন্তর্জাতিক অঙ্গনে পা রাখেন নাসির। ধীরে ধীরে দলে ফিনিসারের অভাবটা পূর্ণ করেন নাসির। পেয়ে যান মি. ফিনিসারের তকমাটাও। পারফর্ম করেই দলে জায়গা পাকাপোক্ত করেন নাসির হোসেন কিন্তু এই বছরই দলে আসা যাওয়ার মিছিলে রয়েছেন মি. ফিনিসার খ্যাত নাসির হোসেন। টি-টোয়েন্টি বিশ্বকাপে স্কোয়াডে থাকলেও একাদশে ঠাই মেলেনি নাসিরের। [আরো পড়ুনঃ জাতীয় লিগে ব্যাট হাতে নাসিরের ঝলক ]

নিউ জিল্যান্ড সিরিজের জন্য ঘোষিত প্রাথমিক দলেও ছিলেন না নাসির হোসেন। দলের হয়ে শেষ ওয়ানডে ম্যাচ খেলেছেন ইংল্যান্ডের বিপক্ষে। প্রথম ওয়ানডেতে সুযোগ না পেলেও দ্বিতীয় অ তৃতীয় ওয়ানডেতে একাদশে সুযোগ পান নাসির। দুই ম্যাচে যথাক্রমে ২৭ ও ৪ রান করেন তিনি। তবুও নিউ জিল্যান্ড সিরিজের জন্য প্রাথমিক দলে ঠাই না পাওয়াটা একটু প্রশ্নবিদ্ধ বটেই।

জাতীয় লিগের চলতি আসরে সিলেট বিভাগের বিপক্ষে দ্বি-শতক হাঁকান নাসির হোসেন। ৩৪৩ বলে ২০১ রান করেন নাসির হোসেন। তার এই দ্বি-শতকে কিছুটা হলেও জবাব দিতে পেরেছেন নির্বাচকদের। দিন শেষে সাংবাদিকদের মুখোমুখি হন নাসির হোসেন। জানান, পারফরম্যান্স দিয়েই জাতীয় দলে জায়গা পাকাপোক্ত করতে চান নাসির হোসেন।

Also Read - অভিষেক হওয়া তানভীরকে আইসিসির তিরস্কার


“অবশ্যই ভালো লাগার একটা জিনিস। জাতীয় দলে যে জায়গাটায় খেলি সেখানে শতক হাঁকানো অনেক কঠিন। ঘরোয়া লিগেও একই পজিশনে ব্যাটিং করি। সেখানেও সেঞ্চুরি করটা অনেক কঠিন ব্যাপার।”

“চেষ্টা করছি পারফর্ম করে আবারো জাতীয় দলে কামব্যাক করার জন্য। দল নির্বাচন, একাদশ নির্বাচন সবই নির্বাচক, বোর্ড অফিসিয়ালদের হাতে। এখানে আমারও কিছু করার নেই, আপনারও কিছু করার নেই।”

-আফরিদ মাহমুদ রিফাত, প্রতিবেদক, বিডিক্রিকটাইম ডট কম

Related Articles

আজ থেকে আবারো বায়োবাবলে ক্রিকেটাররা

দ্রুতগতিতে এগোচ্ছে নড়াইল এক্সপ্রেসের জিম নির্মাণের কাজ

এবার ক্ষতিপূরণ পাবেন না মুস্তাফিজ

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ এ বছর সম্ভব নয় : পিসিবি

কোটি টাকা ক্ষতির পরও বিসিবির সিদ্ধান্তকে সম্মান জানাচ্ছেন মুস্তাফিজ