
ভারতের কোচ হিসেবে রবি শাস্ত্রী যত সাফল্যই পান না কেন, তার নিন্দুকরা সবসময় বসে থাকেন সমালোচনার জন্য। ভারতের আর কোনো কোচের এত সমালোচক ছিলেন কি না এ নিয়ে ভাবা যেতে পারে।
যদিও ভারতের বর্তমান দলের বেশ প্রিয়মুখ শাস্ত্রী। অনিল কুম্বলের মত কিংবদন্তী যেখানে ভারতের কোচের আসনে স্থায়ী হতে পারেননি, শাস্ত্রী নিজের আসন পাকা করে দ্বিতীয় মেয়াদে প্রধান কোচের দায়িত্ব পালন করছেন।
যদিও এ নিয়েও বিতর্ক আছে। কুম্বলের মত হেভিওয়েট কোচ অধিনায়ক বিরাট কোহলির অপছন্দের কারণে কোচ হিসেবে টিকতে পারেননি। তাই শাস্ত্রীর স্থায়িত্বে অনেকেই খুঁজে পান কোহলির অবদান। এবার কোহলি শাস্ত্রীর সাফাই গেয়ে যা বললেন, তাতে এমন ধারণা আরও শক্তপোক্ত হবে।
শাস্ত্রীর সমালোচকদের কোহলি একহাত নিয়েছেন। তাদের বলেছেন শাস্ত্রীর মত হয়ে দেখাতে। যিনি শাস্ত্রীর নিন্দুক নন, তারও মনে হবে- কোহলি বুঝি সাফাই গাইছেন!
নিজের ক্ষোভ উগড়ে দিয়ে কোহলি বলেন, ‘পরিকল্পনা করেই তাকে ব্যাঙ্গ করা হচ্ছে। বেশিরভাগ সময় এই ঘটনাগুলো পরিকল্পনা করেই করা হয়। কেন করা হচ্ছে, কী কারণে করা হচ্ছে, তা আমার পক্ষে বলা সম্ভব না। যদিও তিনি এগুলোকে একদমই পাত্তা দেন না।’
ব্যাটিং দিয়ে বেশ সুনাম কুড়িয়েছিলেন শাস্ত্রী। সেই সুনাম আরও বেড়েছে কোচ হওয়ার পর। তবে একইসাথে বেড়েছে নিন্দুকও। কোহলি বলেন, ‘দশ নম্বর ব্যাটসম্যান থেকে ওপেনার হয়েছিলেন তিনি, ওপেনার হিসেবে ৪১ গড় রয়েছে। এটা যেমন-তেমন ব্যাপার নয়। এ রকম একজন ক্রিকেটারকে যারা ঘরে বসে ব্যাঙ্গ করেন, তাদের তিনি পাত্তাই দেন না। কেউ যদি এর পরও তাকে কটাক্ষ করেন, তাঁদের বলব- আগে রবিভাইয়ের মতো হন।’
‘রবিভাই যে সব বোলারদের সামলেছেন, তাদের বিরুদ্ধে একবার নামুন! রবিভাই যা করেছেন, সেগুলো করার সাহস দেখান। তার পরে না হয় সমালোচকদের কথা শোনা যাবে। তিনি এই সব নিয়ে মাথাই ঘামান না। আমাদের দলকে সর্বকালের সেরা করাই তার একমাত্র উদ্দেশ্য।’– বলেন কোহলি।
প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।