Scores

পারিবারিক সমস্যার কারণে একাদশে ছিলেন না কায়েস

বঙ্গবন্ধু টি-২০ কাপে বেক্সিমকো ঢাকার বিপক্ষে জেমকন খুলনার সর্বশেষ ম্যাচে একাদশে ছিলেন না ইমরুল কায়েস। কোয়ালিফায়ারের আগে এ বাঁহাতি ব্যাটসম্যান জানিয়েছেন পারবারিক সমস্যার কারণে  বাসায় যেতে হয়েছিল আর একারণেই খেলেননি তিনি।

পারবারিক সমস্যার কারণে একাদশে ছিলেন না কায়েস

রোববার ইমরুল কায়েস বলেন, “একাদশে জায়গা হারাতে হয় নাই।  আমার পরিবারের সমস্যার কারণে বাসায় গিয়েছিলাম। আইসোলেশনে ছিলাম যার জন্য খেলতে পারি নাই।”

এখন পর্যন্ত হতাশ করেছেন জেমকন খুলনার ব্যাটসম্যানরা। আট ম্যাচে এ দলের ব্যাটসম্যানদের কাছ থেকে দেখা গিয়েছে মাত্র দুইটি অর্ধশতক। ইমরুল কায়েসের ব্যাট থেকেও বড় কোনো ইনিংস এখনো আসেনি। সাত ইনিংসে এ বাঁহাতি করেছেন ১৩৮ রান, সর্বোচ্চ ৩৭।

Also Read - বাঁচা-মরার লড়াইয়ে আত্মবিশ্বাসী ঢাকা

পারফরম্যান্স নিজের প্রত্যাশা পূরণ করেনি বলে জানিয়েছেন তিনি। টপ অর্ডারে পারফরম্যান্সেও উন্নতি দরকার বলে মনে করছেন কায়েস।  তিনি বলেন,  “পারফরম্যান্স নিয়ে আমার যে প্রত্যাশা ছিল আমি ওইভাবে করতে পারি নাই। কিন্তু ঠিক আছে। একটা খেলোয়াড় সবসময় সব টুর্নামেন্টে ভালো খেলে না। এখনও সুযোগ আছে, দুইটা ম্যাচ আছে। চেষ্টা করব ভালো খেলার।”

“হ্যাঁ, ব্যাটিং অর্ডার আসলে দেখেন আমাদের টপঅর্ডাররা আমরা ওইভাবে কেউ ক্লিক করতে পারি নাই প্রথম থেকেই টুর্নামেন্টের। তো আমার মনে হয় যে এই জায়গাতে উন্নতির দরকার। আমরা চেষ্টা করে যাচ্ছি। আমার মনে হয় যে পরবর্তী ম্যাচ থেকে ইনশাআল্লাহ এটা ওভারকাম করব আমরা।”

আট ম্যাচে চারটি জিতে পয়েন্ট টেবিলের দুই নম্বরে থেকে প্রথম রাউন্ড শেষ করেছে জেমকন খুলনা। প্রথম কোয়ালিফায়ারে সোমবার তাদের প্রতিপক্ষ গাজী গ্রুপ চট্টগ্রাম।

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

Related Articles

‘ওপেনিং জায়গাটা আসলে পরীক্ষা-নিরীক্ষার জায়গা না’

চট্টগ্রাম টেস্টে মিরাকল হয়েছে : ইমরুল

পরপর দুই শিরোপা জিতে উচ্ছ্বসিত ইমরুল

সাকিবের অভিজ্ঞতায় ভরসা রাখছেন কায়েস

ইমরুলের অভিজ্ঞতা বাড়তি পাওয়া খুলনার