Scores

পাল্টাচ্ছে টেস্ট ক্রিকেটের যেসব নিয়ম

ক্রিকেটের যত আধুনিকায়ন ঘটছে, ততই জৌলুস হারাচ্ছে টেস্ট ক্রিকেট। অথচ মর্যাদার দিক থেকে এটিই ক্রিকেটের সেরা ফরম্যাট। ওয়ানডে আর টি-২০ ক্রিকেটের যুগে টেস্টে দর্শকদের মনোযোগ বাড়াতে দীর্ঘদিন ধরেই পরিকল্পনা করে আসছে আইসিসি।

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সতেরো বছর

এরই ধারাবাহিকতায় এবার টেস্ট ক্রিকেটে অনেকগুলো নিয়মে পরিবর্তন আনছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। আইসিসির সর্বশেষ সাধারণ সভায় এসব নিয়ম সম্পর্কে মোটামুটি পাকাপোক্তভাবেই সিদ্ধান্ত নেওয়া হয়। আগামী ২৮ ও ২৯ জুন ভারতের মুম্বাইয়ে অনুষ্ঠিতব্য আইসিসির সভায়ও আলোচনা হবে এগুলোর বিষয়ে। এই সভায় অংশ নেবেন আইসিসির কর্তাব্যক্তিরা।

Also Read - রিয়াদের দৃষ্টিতে 'আফগান বোলিং বনাম টাইগারদের ব্যাটিং'


আইসিসির পরিবর্তিত নিয়মগুলো কার্যকর হবে ২০১৯-২০২১ সালে অনুষ্ঠিতব্য আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকে, যা শুরু হবে আগামী বিশ্বকাপের পর। এতে অংশ নেবে শীর্ষ নয়টি টেস্ট খেলুড়ে দেশ। আর তাই বাংলাদেশেরও রয়েছে অংশগ্রহণের প্রবল সম্ভাবনা। আইসিসির বৈঠকে নিয়ম পরিবর্তনের বিষয়ে আলোচনার জন্য ভারতের সাবেক ক্রিকেটার ও কোচ অনিল কুম্বলেকে প্রধান করে একটি কমিটিও করা হয়েছে।

মুম্বাইয়ে আইসিসির সভায় যেসব নিয়ম পরিবর্তনের বিষয়ে আলোচনা হবে-

  • ১. দিবা-রাত্রির টেস্ট আয়োজনের ব্যাপারে। সম্প্রতি দিবা-রাত্রির টেস্ট প্রসঙ্গে অস্ট্রেলিয়াকে নাকচ করে দিয়েছে ভারত। পরিবর্তিত নিয়মে এমন সুযোগ আর থাকছে না। পরিবর্তিত নিয়মে প্রত্যেক আয়োজক দেশ একটি করে দিবা-রাত্রির টেস্ট খেলতে পারবে যা সফরকারী দল নাকচ করার অধিকার রাখবে না।
  • ২. টেস্টে টসের ব্যাপারেও আসছে শিথিলতা। ঘরের মাঠে খেলা দল যেন অধিক সুবিধা না পায় এজন্য সফরকারী দলকে পছন্দ অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ-পূর্বক ব্যাটিং-ফিল্ডিং করার সুযোগের বিধান রাখা হচ্ছে।
  • ৩. টস পদ্ধতি উঠে গেলে উঠে যাবে স্বাগতিক দলের ইচ্ছেমত পিচ ব্যবহারের সুযোগও। কোনো ভেন্যুর পিচকে খেলার অযোগ্য মনে হলে থাকছে যথারীতি ডিমেরিট পয়েন্টের ব্যবস্থা।
  • ৪. ড্র করেও জয়ের মতো পয়েন্ট যোগ করার বিধান আসতে পারে নতুন নিয়মে। এই ব্যাপারটি অবশ্য নির্ভর করছে বোর্ডগুলোর সম্মতির উপর।
  • ৫. বল ব্যবহারেও আসছে কড়াকড়ি। স্বাগতিক দল নিজেদের পছন্দমতো বল ব্যবহার করতে পারবে না।

আরও পড়ুনঃ আফগান সিরিজের দল ঘোষণা ২০ মে

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

ঝুলে থাকল টি-টোয়েন্টি বিশ্বকাপের ভবিষ্যৎ

আইসিসি চেয়ারম্যানের দায়িত্ব ছাড়ছেন শশাঙ্ক

আইসিসিকে ভারতের পাল্টা হুমকি

আইসিসি ক্রিকেটকে শেষ করে দিচ্ছে: শোয়েব

বিসিসিআই-আইসিসি দ্বন্দ্ব, কড়া ভাষায় ই-মেইল চালাচালি