পিএসএলের এনওসি চেয়ে নাহিদের আবেদন

Siam ChowdhurySenior Sub-Editor
প্রকাশিত হয়েছে - 2025-03-17T15:33:59+06:00
আপডেট হয়েছে - 2025-03-17T15:33:59+06:00
নাহিদ প্রথমবার পিএসএল খেলার কথা রয়েছে পেশোয়ার জালমির হয়ে। এছাড়াও রিশাদ হোসেন লাহোর কালান্দার্স ও লিটন দাস করাচি কিংসের হয়ে খেলার কথা। নাহিদ অনাপত্তিপত্র বা এনওসির জন্য আবেদন করলেও এখনও চিঠি যায়নি রিশাদ ও লিটনের।
বিসিবির ক্রিকেট অপারেশন্স ইনচার্জ ও সাবেক ক্রিকেটার শাহরিয়ার নাফীস বিডিক্রিকটাইমকে বলেন, 'নাহিদ এনওসি চেয়ে আবেদন করেছে। রিশাদের চিঠি এখনো হাতে পাইনি। হয়তো রিশাদও দুই-একদিনের মধ্যে করতে পারে।'
যদিও জিম্বাবুয়ে সিরিজের কারণে লিটন পিএসএল খেলতে যাবেন কি না তা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। সামনে তাকে টি-টোয়েন্টি অধিনায়ক করার কথা ভাবা হচ্ছে। এই অবস্থায় জাতীয় দলের সিরিজকেই বেশি প্রাধান্য দিতে পারেন তিনি।
এর আগে গত ১৫ মার্চ বিসিবি সভাপতি ফারুক আহমেদ জানিয়েছিলেন, পিএসএলের এনওসি চেয়ে তখনও কেউ আবেদন করেননি। এনওসি চাইলে বোর্ড তা স্বতঃস্ফূর্তভাবে দিবে কি না সেই প্রশ্নের উত্তরও খোলাসা করে দেননি তিনি। তবে বাংলাদেশ দলের টেস্ট ও ওয়ানডে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ক্রিকেটারদের এনওসির পক্ষে। বিশেষ করে নাহিদ রানাকে পিএসএল খেলতে দেখতে মুখিয়ে আছেন তিনি।
১৭ মার্চ গণমাধ্যমের সাথে আলাপকালে শান্ত বলেন, 'আমার মনে হয়, এই ধরনের টুর্নামেন্টে খেলা উচিত। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট অবশ্যই খেলা উচিত। তবে এটা পুরোটা নির্ভর করবে ক্রিকেট বোর্ড, কোচ, অধিনায়ক - সবকিছুর ওপর।'
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।