
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) তৃতীয় আসরে বর্তমান শিরোপাধারী দল পেশোয়ার জালমির হয়ে পাঁচ ম্যাচ খেলে জাতীয় দলের দায়িত্ব পালন করে ফিরে আসতে হচ্ছে বাংলাদেশ জাতীয় দলের তারকা ব্যাটসম্যান তামিম ইকবালকে। মাত্র পাঁচ ম্যাচ খেললেও এবারের আসরে সর্বাধিক রান সংগ্রাহকের তালিকার শীর্ষ পাঁচে থেকেই দেশে ফিরছেন বাঁহাতি এ ব্যাটসম্যান।
পেশোয়ারের হয়ে টানা তৃতীয় আসরে খেলতে যাওয়া এ ব্যাটসম্যান এবারের আসরে ৩৩.৫০ গড়ে করেছেন ১৩৪ রান। কোনো অর্ধশতক না পেলেও ইনিংসে ত্রিশ রানের কোটা পেরিয়েছেন তিনবার এতেই যৌথভাবে এবারের আসরের শীর্ষ রান সংগ্রাহকের তালিকার চতুর্থস্থান নিজের দখলে নিয়েছেন তামিম।
১০৭.২০ স্ট্রাইক রেটে ১৩৪ রান করার ক্ষেত্রে খেলেছেন ১৩টি চার ও ৩টি ছক্কার মার। অর্থাৎ, এবারের আসরে তার করা মোট রানের অর্ধেকই এসেছে বাউন্ডারি থেকে।
এবারের আসরের মতো পুরো পিএসএল ক্যারিয়ারও উজ্জ্বল বাংলাদেশি এ ওপেনারের। পিএসএলের কোনো আসরেই পুরো ম্যাচ খেলতে না পারলেও পিএসএল ইতিহাসে সর্বাধিক রান সংগ্রাহকের তালিকার শীর্ষ দশে নিজের নাম লিখিয়েছেন মাত্র ১৬ ম্যাচ খেলেই। ৪ অর্ধশতকের সাহায্যে ৪১.২৫ গড়ে মোট ৪৯৫ রান নিয়ে তালিকার শীর্ষ দশ নম্বর স্থানে অবস্থান বাঁহাতি এ ব্যাটসম্যানের।
তার থেকে তিন রান বেশি নিয়ে তালিকার নয়ে অবস্থান পাকিস্তানের মোহাম্মদ হাফিজের। আর এ তালিকার সবার শীর্ষে ৬৩৮ রান নিয়ে বিচরণ আরেক পাকিস্তানি ব্যাটসম্যান কামরান আকমলের।
অন্যদিকে, এবারের আসরে সবচেয়ে বেশি অর্ধশতক (৩টি) নিয়ে তালিকার শীর্ষ রান সংগ্রাহক শ্রীলঙ্কার সাবেক ক্রিকেটার কুমার সাঙ্গাকারার। পিএসএলের ইতিহাসে সর্বাধিক রান সংগ্রাহকের তালিকায় ৫২১ রান নিয়ে ষষ্ঠ অবস্থানে থাকলেও এবারের আসরে চার ইনিংসে ব্যাট করে ৫৯ গড়ে মোট ১৭৭ রান করে নিজের অবস্থান নিয়ে গেছেন সবার উপরে। তার থেকে ২৯ রান কম নিয়ে তালিকার দুইয়ে রয়েছেন ডোয়াইন স্মিথ। আর ৩১ রান কম নিয়ে তালিকার তিনে অবস্থান অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার শেন ওয়াটসনের।
আরও পড়ুনঃ উন্নত চিকিৎসার জন্য অস্ট্রেলিয়া যাচ্ছেন সাকিব