Scores

পিএসএলে বায়োবাবল ভাঙলে কঠোর শাস্তি

জৈব সুরক্ষা বলয় দৃঢ় না হলে পরিণাম কী হতে পারে, তা ভালো করেই জানে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ২০২১ পিএসএল মহাসমারহে শুরুর পর বন্ধ করে দিতে হয়েছে বায়োবাবলে করোনা হানা দেওয়ায়। ফের যাতে এমন দৃষ্টান্ত না হয়, তাই অসমাপ্ত শুরুর আগে কঠোর অবস্থানে পিসিবি।

পিএসএলে বায়োবাবল ভাঙলে বিরাট শাস্তি

আগামী ৫ জুন থেকে সংযুক্ত আরব আমিরাতে পিএসএলের ষষ্ঠ আসরের অসমাপ্ত ম্যাচগুলো শুরু হওয়ার কথা রয়েছে। এই অংশ চলাকালে কোনো ক্রিকেটার বায়োবাবলের নিয়ম ভাঙলে পেতে হবে বড় শাস্তি।

Also Read - অবশেষে বাড়ি ফিরলেন স্মিথ-ওয়ার্নাররা

পিসিবি জানিয়েছে, বায়োবাবলে স্বাস্থ্যবিধি ভঙ্গ করলে একজন ক্রিকেটারকে ২৫ শতাংশ জরিমানা করা হবে, যে শাস্তি সর্বোচ্চ চার ম্যাচের নিষেধাজ্ঞায় রূপ নিতে পারে। শুধু খেলোয়াড় নন, কোচ ও কর্মকর্তাদের জন্যও প্রযোজ্য হবে এই শাস্তি।

এক্ষেত্রে মাস্ক ব্যবহার না করা, হাত স্যানিটাইজ না করার মত ‘ছোট’ ভুলই বিপদ ডেকে আনতে পারে পিএসএলে অংশগ্রহণকারীদের। এছাড়া চিকিৎসকের পরামর্শ ছাড়া আইসোলেশন কক্ষে প্রবেশ বা করোনার লক্ষণ লুকালেও তা বায়োবাবলের নিয়ম ভাঙা বলে গণ্য হবে। সেক্ষেত্রে ২৫ শতাংশ জরিমানা বা চার ম্যাচের নিষেধাজ্ঞা পেতে হতে পারে।

এছাড়া বায়োবাবলের বাইরে পা মাড়ালে ম্যাচ ফি’র পুরোটা জরিমানা গোণার পাশাপাশি দুই থেকে চার ম্যাচ পর্যন্ত নিষেধাজ্ঞার শাস্তির বিধান রেখেছে পিসিবি।

গত ফেব্রুয়ারিতে স্বাস্থ্যবিধি মেনে শুরু হয় এবারের পিএসএল। কিন্তু মার্চের প্রথম সপ্তাহে করোনার কারণে বড় ধাক্কা খেতে হয়। টুর্নামেন্ট চলাকালে পিএসএলে খেলা কয়েকজন ক্রিকেটারের দেহে ছোঁয়াচে এই ভাইরাসের উপস্থিতি মেলে। ফলে তড়িঘড়ি করে টুর্নামেন্ট স্থগিতের ঘোষণা দেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড।

গত মৌসুমেও পিএসএলে পড়েছিল করোনার থাবা। ২০২০ সালের মার্চে করোনাকে মহামারি হিসেবে ঘোষণা করলে স্থগিত করা হয় পঞ্চম আসর৷ সেই স্থগিত আসর সম্পন্ন করা হয় নভেম্বরে৷ এবারও দুই ধাপে সম্পন্ন হবে লিগটি। তবে আসরের বাকি অংশ পাকিস্তানের পরিবর্তে গড়াবে সংযুক্ত আরব আমিরাতে।

Related Articles

পাকিস্তানের বিপক্ষে সিরিজে আফগান স্কোয়াডে চমক

রুদ্ধশ্বাস ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

শোয়েবের সর্বকালের সেরা ওয়ানডে দলে ‘৪’ ভারতীয়

বাবরকে ওয়ানডের অধিনায়কত্ব ছাড়ার পরামর্শ রশিদ লতিফের

পাকিস্তান বিশ্বকাপ জিতলে অবাক হওয়া যাবে না : শোয়েব