পিএসএল বাদ দিয়ে আইপিএল, বশকে পিসিবির লিগ্যাল নোটিশ
পিএসএলে খেলার কথা থাকলেও আইপিএলে চুক্তি করেছেন করবিন বশ

প্রকাশিত হয়েছে - 2025-03-16T21:22:51+06:00
আপডেট হয়েছে - 2025-03-16T21:26:35+06:00
চলতি বছর একইসময়ে অনুষ্ঠিত হবে আইপিএল এবং পিএসএল। সাংঘর্ষিক সূচি হওয়ায় আইপিএল দল পাওয়া ক্রিকেটাররা খেলতে পারবেন না পিএসএলে। তবে পিএসএলে দল পাওয়ার পরে আইপিএলে চুক্তিবদ্ধ হয়েছেন দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার করবিন বশ। এই ক্রিকেটারকে লিগ্যাল নোটিশ দিয়েছে পিসিবি। [গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]
আইপিএলে চুক্তিবদ্ধ হয়েছেন করবিন বশ
গত ১৩ জানুয়ারী লাহোরে অনুষ্ঠিত হয়েছিল পিএসএলের দশম আসরের প্লেয়ার্স ড্রাফট। সেখানে ডায়মন্ড ক্যাটেগরি থেকে ৩০ বছর বয়সী করবিন বশকে দলভুক্ত করেছিল পেশোয়ার জালমি। ফলে এই দলের হয়ে পিএসএল মাতানোর কথা থাকলেও পরবর্তীতে গত ৮ মার্চ বশকে দলভুক্ত করে আইপিএলের ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্স। স্বদেশি পেসার লিজার্ড উইলিয়ামসের বদলি হিসেবে প্রথমবার আইপিএলে ডাক পান এই প্রোটিয়া অলরাউন্ডার।
আইপিএলে চুক্তি করলেও পিএসএলে দল পেয়েও না খেলায় পিসিবির সাথে চুক্তিগত বাধ্যবাধকতা লঙ্ঘন করেছেন করবিন বশ। এই অভিযোগে তাকে একটি আইনি নোটিশ পাঠিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
বশের এজেন্টের মাধ্যমে আইনি নোটিশটি পাঠানো হয়েছে। এ বিষয়ে তার প্রতিশ্রুতিবদ্ধ চুক্তি থেকে সরে আসার কারণ জানতে চাওয়া হয়েছে। পাশাপাশি পিএসএল থেকে সরে আসার পরিণতিগুলো বর্ণনা করা হয়েছে। নির্ধারিত সময়সীমার মধ্যে তার উত্তর আশা করছে পিসিবি এবং এই বিষয়ে আর কোন মন্তব্য করবে না এই সংস্থাটি।
আইপিএলে এর আগে ২০২২ সালে রাজস্থান রয়্যালসের নেট বোলার হিসেবে ছিলেন বশ। পরবর্তীতে নাথান কোল্টার-নাইলের পরিবর্তে দলে সুযোগ পান তিনি। তবে এখনো আইপিএলে মাঠে নামা হয়নি তার।
আইপিএলে এখনো খেলা না হলেও আইপিএলের ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্সের দল এমআই কেপ টাউনের হয়ে এসএ টি-টোয়েন্টি লিগে খেলেছেন তিনি। দলকে চ্যাম্পিয়ন করতে ৮.৬৮ ইকনোমি রেটে ১১ উইকেটও নিয়েছিলেন পেস বোলিং এই অলরাউন্ডার।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।