Scores

পিটারসেনকে বেছে নেওয়ায় বিসিসিআইয়ে তোলপাড়

সব সময় মঞ্চে দেখা যায় ভারতীয় ক্রিকেটারকে। এবার প্রথমবারের মতো ঘটতে যাচ্ছে ব্যতিক্রম। টাইগার পতৌদি মেমোরিয়াল লেকচারে বক্তৃতা রাখবেন ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার কেভিন পিটারসেন। আর তা নিয়ে ভারতের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা বিসিসিআইয়ে শুরু হয়ে গিয়েছে তোলপাড়।

বার্ষিক এই বক্তৃতায় আগে বক্তব্য রাখা ক্রিকেটাররা ছিলেন সুনীল গাভাস্কার, অনিল কুম্বলে, ভিভিএস লক্ষ্মণ, রাহুল দ্রাবিড় ও ফারুক ইঞ্জিনিয়ার। ১২ জুন বেঙ্গালুরুতে আয়োজিত হবে অনুষ্ঠান। তবে এবার বিসিসিআইয়ের কেভিন পিটারসেনকে বেছে নেওয়ার সিদ্ধান্ত ইতোমধ্যেই সমালোচিত হয়েছে খোদ বিসিসিআইয়ের কর্মকর্তাদের দ্বারা।

Also Read - শনিবার সাকিবদের প্রতিপক্ষ কেকেআর


বোর্ডের ব্যবস্থাপক সাবা করিমের উদ্যোগেই এবার আনা হচ্ছে পিটারসেনকে। এ নিয়ে বিসিসিআইয়ের ভারপ্রাপ্ত সচিব অমিতাভ চৌধুরী বলেন, “ব্যবস্থাপকের মেইল এবং এ কাজ করতে পেরে আনন্দিত অভিব্যক্তি আমাকে অবাক করেছে। এটা কি পতৌদি মেমোরিয়াল লেকচার নাকি স্যার লেন হাটন অথবা স্যার ফ্র্যাঙ্ক উলি লেকচার।’’  

এর আগে বক্তৃতার জন্য সাবা করিমকে ভারতের ক্রিকেটারদের নাম প্রস্তাব দিয়েছেন বলে জানান অমিতাভ চৌধুরী। তিনি বলেন, “৮ মে বেঙ্গালুরুতে জাতীয় নির্বাচক কমিটির সভা ছিল সভা শুরু হওয়ার আগে জিএম (সাবা করিম) আমার সাথে নানান বিষয় নিয়ে আলোচনা করে। তার মধ্যে পতৌদি মেমোরিয়াল লেকচারও ছিল। আমি ভারতের কিছু ক্রিকেটারের নাম বলেছিলাম যাদের বিবেচনা করা যেত। তিনি নিজেও কিছু নাম প্রস্তাব করেছিলেন কিন্তু আমি তাকে অনুরোধ করেছিলাম আগে আমার প্রস্তাবিত নামগুলো দেখতে। আমি তাকে এ বলেও পরামর্শ দেই যে, হাতে যথেষ্ট সময় আছে তাই তাড়াহুড়ো করার কোনো প্রয়োজন নেই।”

সাবা করিমের সংক্ষিপ্ত তালিকায় ছিলেন কুমার সাঙ্গাকারা, সৌরভ গাঙ্গুলী, নাসের হুসেইন ও কেভিন পিটারসেন। অন্যদিকে অমিতাভ চৌধুরীর প্রস্তাবিত তালিকায় ছিলেন সাবেক ভারতীয় ক্রিকেটার নরি কন্ট্রাক্টার, চান্দু বোর্দে, এরাপল্লি প্রসন্ন ও আব্বাস আলী বেগ। এরা প্রত্যেকে ছিলেন টাইগার পতৌদির সতীর্থ।


আরো পড়ুন : সিনিয়রদের পরামর্শ নিয়ে এগিয়ে যাচ্ছেন নাঈম


 

Related Articles

কুম্বলের রেকর্ড ভাঙার আগে অবসর নেব : অশ্বিন

গেইলের না খেলার কারণ জানালেন কুম্বলে

ক্রিকেটে ‘৫’ পরিবর্তনের অনুমোদন দিল আইসিসি

‘চার দিনের টেস্ট হলে সেটা টেস্টই নয়’

পাঞ্জাবের নতুন কোচ অনিল কুম্বলে