Scores

পি সারা ওভালে রোমাঞ্চিত তামিম

এক বছর আগে এই মাঠেই লেখা হয়েছিল বাংলাদেশের ক্রিকেটের নতুন কাব্য। নিজেদের ইতিহাসের শততম ম্যাচে কলম্বোর এই পি সারা ওভালেই স্বাগতিক শ্রীলঙ্কাকে হারিয়েছিল বাংলাদেশ।

তামিম উইকেটে থাকলে টেনশনে থাকবেন হাথুরুসিংহে!

ঐ টেস্টের দ্বিতীয় ইনিংসে তামিম ইকবালের ৮২ রানের লড়াকু এক ইনিংসে বাংলাদেশ পেয়েছিল জয়ের ভিত। নিদাহাস ট্রফিকে সামনে রেখে বাংলাদেশ দল এখন অবস্থান করছে শ্রীলঙ্কায়। দলের প্রথম অনুশীলন সেশনের ভেন্যু এই পি সারা ওভাল স্টেডিয়ামই।

Also Read - পেসারদের জন্য বিসিবির সুখবর


আগের দিন পিএসএল খেলেই তড়িঘড়ি করে যোগ দিয়েছেন দলের সঙ্গে। ক্লান্ত তামিম তাই বিশ্রাম পেলেন প্রথম দিনের অনুশীলন শেষে। তবে বিশ্রাম বলতে ছিল ব্যাট হাতে ঘাম না ঝরানোটাই। দলের সাথে মাঠে এলেন ঠিকই। আর এই মাঠে আগমন তাকে করে তুলল স্মৃতিকাতর।

এই মাঠেই বাংলাদেশের ইতিহাসের অন্যতম সেরা জয় এনে দিয়েছিলেন তিনি। শততম টেস্টের দলে যারা ছিলেন, স্টেডিয়ামে পা রেখে রোমাঞ্চিত বোধ করেছেন সবাই-ই। দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যম বিডিনিউজ২৪কে তামিম বলেন, ‘সবার মধ্যে খুব ভালো অনুভূতি কাজ করছে। এই মাঠে এসে ড্রেসিং রুমে ঢুকলাম, মাঠটা দেখলাম, সেই স্মৃতিগুলো মনে পড়ছে।’

স্মৃতিবহুল মাঠে পদার্পণ করে তামিম যেন হুবহু ফিরে পেলেন সেদিনের স্মৃতি, ফিরে গেলেন সেই দিনটিতেই। শুধু তারই নয়, দলের সবারই মনে পড়ল ঐতিহাসিক শততম টেস্ট জয়ের কথা। অতীত যেন হয়ে উঠল জ্যান্ত!

তামিম বলেন, ‘সেই সময় যে টেনশন ছিল, একসময় ম্যাচ হারার অবস্থা ছিল, তার পর জিতলাম, মুহূর্তগুলি চোখের সামনে ভাসছে। শুধু আমার না, যারা ছিল, সবারই মনে পড়ছিল সেসব স্মৃতি।’

এই মাঠের সূখস্মৃতি বাংলাদেশকে রোমাঞ্চ জাগাবে আজীবনই। তামিমও জানালেন, ভালো স্মৃতি থাকলে তার স্পর্শও পেতে ইচ্ছে হয় বারবার।

বাঁহাতি ওপেনার বলেন, ‘সুখস্মৃতি আছে, সেখানে ফিরে আসলে সবসময়ই ভালো লাগে।’

উল্লেখ্য, আগামী ৮ মার্চ ভারতের বিপক্ষে নিদাহাস ট্রফির প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ।

আরও পড়ুনঃ মুস্তাফিজকে ম্যাককালামদের ধন্যবাদ ও শুভ কামনা

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন
Tweet 20
fb-share-icon20

Related Articles

ছোটদের প্রশংসায় ভাসাচ্ছেন বড়রা

সবচেয়ে বেশি পারিশ্রমিক মুশফিকের

সাকিব-তামিমের মত ‘বড় ক্রিকেটার’ নন মুশফিক!

সৌম্য ছাড়া টেস্ট স্কোয়াডের সবার ব্যাটেই রান

তামিমের রেকর্ডের পর নাঈমের ঘূর্ণিতে জিতল পূর্বাঞ্চল