পুরনো অ্যাকশনে ফেরার কারণ জানালেন তাইজুল
অ্যাকশন বদলে জানিয়েছিলেন, নতুন অ্যাকশনে ভ্যারিয়েশন সহজ হচ্ছে। অথচ চট্টগ্রাম টেস্টে তাইজুল ইসলামকে দেখা গেল পুরনো অ্যাকশনেই। তৃতীয় দিনের খেলা শেষে বাংলাদেশি স্পিনার জানালেন ফের পুরনো অ্যাকশনে ফিরে যাওয়ার কারণ।
অ্যাকশন বদলে ফেলা বোলারদের জন্য সহজ কাজ নয়, বিশেষত স্পিনারদের জন্য। তাইজুল ইসলাম সেই ‘দুঃসাহসই’ করেছিলেন। ড্যানিয়েল ভেট্টোরি, মোহাম্মদ সালাউদ্দিনদের সহায়তায় নতুন অ্যাকশন নিয়ে অনেকদিন কাজও করেছেন। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি দেখা গিয়েছিল তাইজুলের সেই নতুন অ্যাকশন।
Also Read - '২৫০' রানের লিডেই জয় দেখছে বাংলাদেশতবে তাইজুল জানালেন, সুনির্দিষ্ট কারণেই আপন করে নিয়েছেন তার আগের অ্যাকশনকেই। তিনি বলেন, ‘বদলেছিলাম কিছু কারণে, আবার আগের অ্যাকশনে ফেরারও কিছু কারণ আছে। নিজের উন্নতির জন্য কয়েকদিন অনুশীলন করেছি (পরিবর্তিত অ্যাকশনে)।’
তাইজুলের মতে, তার পুরনো অ্যাকশনই মূল বোলিং কৌশল। আর তাই নতুন অ্যাকশন নিয়ে চেষ্টা থামছে এখানেই। তার ভাষায়, ‘আসলে স্বাভাবিক অ্যাকশন এক জিনিস, আরেক অ্যাকশন তৈরি করা আলাদা জিনিস। যখন দেখেছি অনুশীলন করে বা ম্যাচে বোলিং করে পক্ষে আসছে না… আর আমার পুরনো অ্যাকশন তো আয়ত্ত্বে আছেই। যখন দেখলাম পক্ষে আসছে না, তখন পুরনো অ্যাকশনে ফিরে গেছি।’
চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনে ভালো শুরু পেলেও প্রথম সেশন নিজেদের করে নিতে পারেনি বাংলাদেশ। তাইজুলের দাবি, দীর্ঘদিন পর টেস্ট খেলতে নামার কারণেই ছন্দ খুঁজে পেতে কিছুটা সময় লেগেছে।
তিনি বলেন, ‘অবশ্যই বলা যায় এটা স্পিন বান্ধব উইকেট। কিন্তু সকালে শুরুটা ভালো হলেও আমরা স্পিনাররা কেউ ধারাবাহিকতা ধরে রাখতে পারিনি, জায়গাটা ধরে রাখতে পারিনি। আমি মনে করি প্রথম সেশনটা স্পিনারদের জন্য খারাপই গেছে। প্রথম সেশনে আরও ভালো জায়গায় বল করলে এর থেকে ভালো ফল আসতে পারত।’
‘এখানে কোনো কারণ দেখি না, এমন অনেক সময় হয়। এটা যে ক্রিকেটে হয় না তা না। হয়ত অনেকদিন পর টেস্টে ফিরেছি বলে। অভ্যস্ততার একটা ব্যাপার আছে। দীর্ঘ এক বছর পর এসে একটু এদিক-সেদিক হতে পারে।’