SCORE

সর্বশেষ

পুরনো দায়িত্বে ফিরছেন সুজন

খালেদ মাহমুদ সুজন, মানুষটা একজনই কিন্তু নামের পাশে রয়েছে অনেকগুলো পদবি। কখনো জাতীয় দলের ম্যানেজার আবার কখনো ক্লাব ক্রিকেট দলের প্রধান কোচ। মানুষ একজন হলেও ৯টি পদে নিযুক্ত আছেন এই সাবেক ক্রিকেটার। সর্বশেষ ছিলেন বাংলাদেশ দলের টেকনিক্যাল ডিরেক্টর।

যে কারণে জায়গা পাননি রাজ্জাক

এছাড়াও আছেন ক্রিকেট পরিচালনা কমিটির ভাইস চেয়ারম্যান, গেম ডেভেলপমেন্ট কমিটির প্রধান, বিসিবির পরিচালক, এক একাডেমির কোচ, নির্বাচক কমিটির সদস্য, ক্রিকেটারদের সংগঠন কোয়াবের সহ-সভাপতি, ঘরোয়া ক্রিকেট দলের কোচ ও জাতীয় দলের ম্যানেজার।

Also Read - আফ্রিদিদের মুখোমুখি লাহোর, খেলছেন মুস্তাফিজ

বাংলাদেশ দলের সাবেক কোচ চন্ডিকা হাথুরুসিংহে দায়িত্বে থাকাকালীন দলের ম্যানেজার হিসেবে ছিলেন খালেদ মাহমুদ সুজন। তার বিদায়ের পর দলের টেকনিক্যাল ডিরেক্টরের দায়িত্ব দেওয়া হলেও কোচের ভূমিকাই পালন করেছেন সুজন। ক্লাব ক্রিকেটে প্রধান কোচের দায়িত্বে রয়েছেন আবাহনী লিমিটেড ও শাইনপুকুর ক্রিকেট দলের।

তবে ঘরের মাঠে ত্রিদেশীয় সিরিজ, শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজে ব্যর্থতার পর মিডিয়ার সামনে বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে না থাকার ইঙ্গিত দিয়েছিলেন তিনি। সেই সাথে বলেছেন বাংলাদেশ ক্রিকেটের জায়গায়টা নোংরা লাগছে তাঁর। মিডিয়ার সামনে এমন কথার পর দলের সঙ্গে থাকবেন কিনা সেটি নিয়ে সংশয় ছিল।

গুঞ্জন উঠেছিলো শ্রীলঙ্কায় হতে যাওয়া নিদাহাস ট্রফিতেও দলের দায়িত্বে থাকবেন সুজন। তবে নিদাহাস ট্রফির জন্য বোলিং কোচ কোর্টনি ওয়ালশকে দায়িত্ব দেওয়া হয়েছে প্রধান কোচের। তাহলে সুজনের ভূমিকাটা কি হবে? বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রধান নাজমুল হাসান পাপন জানিয়েছেন নিদাহাস ট্রফিতেও দলের সঙ্গে থাকছেন সুজন।

তবে ফিরছেন পুরনো দায়িত্বে। আসন্ন নিদাহাস ট্রফিতে বাংলাদেশ দলের ম্যানেজারের ভূমিকায় দেখা যাবে খালেদ মাহমুদ সুজনকে। তিনি বলেন, টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে থাকবে না সুজন। সুজন আগের মতোই টিম ম্যানেজার হিসেবে থাকবে। আমিও শ্রীলঙ্কায় যাব, দলের সঙ্গে থাকব।

আগামী ৬ মার্চ স্বাগতিক শ্রীলঙ্কার মুখোমুখি হবে ভারত। ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে, বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচ খেলবে ৮ মার্চ ভারতের বিপক্ষে। নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে ১০ মার্চ শ্রীলঙ্কার বিপক্ষে।

আরও পড়ুনঃ অধিনায়কের পছন্দেই দলে তাসকিন!

Related Articles

‘আমি তো চাই ওদের ১০ বছর নিষিদ্ধ করতে’

ক্রিকেটের স্বার্থে জেলা লিগে মনোযোগ বিসিবির

এবার দলের সঙ্গে থাকছেন না সুজন

মানসিকভাবে পিছিয়ে বাংলাদেশ!

মুস্তাফিজকে কারণ দর্শানোর নোটিশ