পুরানের টর্নেডোতে চড়ে লক্ষ্ণৌর জয়
জয় দিয়ে আসর শেষ করেছে লক্ষ্ণৌ।

পুরানের টর্নেডোতে চড়ে লক্ষ্ণৌর জয়
প্রকাশিত হয়েছে - 2024-05-18T00:51:46+06:00
আপডেট হয়েছে - 2024-05-18T00:51:46+06:00
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দিনের একমাত্র ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ১৮ রানের জয় পেয়েছে লক্ষ্ণৌ সুপারজায়ান্টস। হাইস্কোরিং ম্যাচে শেষ হাসিটা হেসেছে লক্ষ্ণৌ। জয় দিয়ে আসর শেষ করলেও প্লে-অফে খেলার আর কোনো সুযোগ নেই লক্ষ্ণৌর সামনে। [গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]
বোলিংয়ে শুরুটা ভালো করেছিল মুম্বাই। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টসে জিতে আগে লক্ষ্ণৌ
সুপারজায়ান্টসকে ব্যাটিংয়ে পাঠায় মুম্বাই ইন্ডিয়ান্স। ব্যাটিংয়ে নেমে শুরুতেই
হোঁচট খায় লক্ষ্ণৌ। ইনিংসের প্রথম ওভারে ওপেনার দেবদূত পাড়িক্কাল সাজঘরে ফিরেছেন
গোল্ডেন ডাক মেরে।
এরপর তিনে নামা মার্কাস স্টয়নিসকে সাথে নিয়ে এগোতে থাকেন ওপেনার লোকেশ রাহুল। পাওয়ারপ্লের শেষ ওভারে আউট হওয়ার আগে ২২ বলে ২৮ রান করেন স্টয়নিস। পাওয়ারপ্লের ৬ ওভার থেকে ২ উইকেট হারিয়ে ৪৯ রান তোলে লক্ষ্ণৌ।
মাঝে চারে নেমে বেশিক্ষণ টেকেননি দীপক হুদাও। ৯ বলে ১১ রানের ইনিংস খেলে বিদায় নেন হুদা। তবে এক প্রান্ত আগলে রেখে খেলে যাচ্ছিলেন রাহুল। পরে তার সাথে যোগ দেন নিকোলাস পুরান। পুরানের দারুণ কাউন্টার অ্যাটাকে দিশা ফিরে পায় লক্ষ্ণৌ। তাকে সঙ্গ দিচ্ছিলেন রাহুল।
পুরান হাঁকিয়েছেন দারুণ এক ফিফটি। চরম আগ্রাসী ব্যাটিংয়ে এগিয়ে যাচ্ছিলেন পুরান।
মুম্বাইয়ের বোলারদের পিটিয়ে তক্তা বানিয়ে তুলতে থাকেন রান। তুলে নেন অসাধারণ এক
ফিফটিও। ফিফটির পরেও ছুটেছে পুরানের উইলো। তার বিস্ফোরক ব্যাটিংয়ে বড় রানের দিকে
এগোতে থাকে লক্ষ্ণৌ। ২৯ বলে ৭৫ রানের অতিমানবীয় এক ইনিংস খেলে দলের ১৭৮ রানের
মাথায় থামেন নিকোলাস পুরান।
শেষ দিকে ফিফটি ছুঁয়েছেন রাহুলও। ৪১ বলে ৫৫ রানের ইনিংস খেলে দলীয় ১৭৮ রানের মাথায় আউট হন তিনি। শেষ দিকে ১০ বলে ২২ রানের ক্যামিও ইনিংস খেলে অপরাজিত ছিলেন আইয়ুশ বাদোনি। এছাড়া ৭ বলে ১২ রানের ইনিংস খেলে টিকে ছিলেন ক্রুনাল পান্ডিয়া। নির্ধারিত ২০ ওভারের খেলা শেষে ৭ উইকেট হারিয়ে ২১৪ রানের সংগ্রহ দাঁড় করায় লক্ষ্ণৌ সুপারজায়ান্টস।
মুম্বাইয়ের হয়ে ৩টি করে উইকেট শিকার করেন নুয়ান থুসারা এবং পিযূষ চ্যাওলা।
শেষ দিকে রান বিলিয়েছেন মুম্বাইয়ের বোলাররা।
জবাব দিতে নেমে রোহিত শর্মার ব্যাটে চড়ে ভালো শুরু পায় মুম্বাই ইন্ডিয়ান্স। আরেক প্রান্ত থেকে তাকে সঙ্গ দিচ্ছিলেন ডেওয়াল্ড ব্রেভিস। রোহিতের চরম মারমুখি ব্যাটিংয়ে দ্রুত গতিতে রান উঠতে থাকে মুম্বাইয়ের বোর্ডে। লক্ষ্ণৌর বোলারদের পিটিয়ে তুলোধুনো করতে থাকেন রোহিত। পাওয়ারপ্লের ৬ ওভার থেকে বিনা উইকেটে ৫৩ রান তোলে মুম্বাই।
পাওয়ারপ্লে শেষেও চলেছে রোহিতের তাণ্ডব। আরেক ওপেনার ব্রেভিস অত মারমুখি ছিলেন না। থেমেছেন দলের ৮৮ রানের মাথায়। আউট হওয়ার আগে ২০ বলে ২৩ রানের ইনিংস খেলেন ব্রেভিস। মাঝে তিনে নেমে ডাক মেরে সাজঘরে ফিরেছেন সূর্যকুমার যাদব। ফিফটি ছুঁয়ে আগাতে থাকা রোহিত থেমেছেন দলের ৯৭ রানের মাথায়। সাজঘরে ফেরার আগে ৩৮ বলে ৬৮ রানের দারুণ এক ইনিংস খেলেছেন রোহিত।
নামানের ঝড়েও শেষ রক্ষা হয়নি। রোহিতের বিদায়ের পর কমে যায় মুম্বাইয়ের রানের গতি। অধিনায়ক হার্দিক পান্ডিয়া খেলেছেন ১৩ বলে ১৬ রানের ইনিংস। শেষ দিকে প্রতিরোধ গড়ার চেষ্টা চালিয়েছেন নামান ধীর। চার-ছক্কার ফুলঝুরি ছুটিয়ে রান তুলতে থাকেন নামান। অল্প সময়ের মধ্যে ছুঁয়ে ফেলেন ফিফটিও। তবে জয়ের সমীকরণটা আগেই হয়ে গিয়েছিল দুঃসাধ্য। ফলে শেষমেশ সেই জটিল সমীকরণ আর মেলাতে পারেনি মুম্বাই। শেষ ওভারে দরকার ছিল ৩৪ রান। প্রথম এবং শেষ বলে ছক্কা হাঁকালেও দলকে জেতাতে পারেননি নামান। ১৮ রানে জয়লাভ করে লক্ষ্ণৌ সুপারজায়ান্টস। ২৮ বলে ৬২ রানের চোখ ধাঁধানো এক ইনিংস খেলে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন নামান।
লক্ষ্ণৌর হয়ে ২টি করে উইকেট শিকার করেন রবি বিষ্ণই এবং নাভিন-উল-হক। এছাড়া ১টি করে উইকেট তোলেন ক্রুনাল পান্ডিয়া এবং মহসিন খান।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।