Scores

পুরো ফিট মুস্তাফিজকে পেলেই খুশি ওয়ালশ

এশিয়া কাপের উদ্দেশে আজ দেশ (৯ সেপ্টেম্বর) দেশ ছাড়বে বাংলাদেশ ক্রিকেট দল। আসন্ন আসরে মুস্তাফিজকে নিয়ে বড় স্বপ্ন দেখছেন বাংলাদেশের পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশ।

ভক্তদের প্রত্যাশা পূরণের আশ্বাস মুস্তাফিজের
অনুশীলনের এক ফাঁকে হাস্যজ্জ্বল মুস্তাফিজ।

 

ইনজুরি কাটিয়ে উইন্ডিজ সফরে ফিরেছেন বাংলাদেশের তরুণ পেসার সেনসেশন মুস্তাফিজুর রহমান। আর ফেরার সিরিজের তিনটি একদিনের ম্যাচে নিয়েছেন ৫টি উইকেট। অন্যদিকে তিনটি টি-টোয়েন্টি ম্যাচে নিয়েছেন ৮টি উইকেট। এমন পারফরম্যান্সেও যেন খুশি ছিলেন না ফিজ। দেশে ফিরে বলেছিলেন, ‘উইন্ডিজে নিজের শতভাগ বোলিং করতে পারিনি। আমি বলবো, আমি নিজের সামর্থ্যের ৬০ ভাগ দিতে পেরেছি। পেস বোলারদের রিদমের বিষয় আছে। আমি এখন সুস্থ আছি, তাই আমার রিদমটা আরও ভালো হওয়া সম্ভব।”

Also Read - এশিয়া কাপে নিজের ভূমিকা জানালেন সুজন


এদিকে এশিয়া কাপে আগের থেকে অনেক সুস্থ মুস্তাফিজকে পাবে বাংলাদেশ। তাই, এই পেসারকে নিয়ে বড় স্বপ্ন দেখছেন কোর্টনি ওয়ালশ। গতকাল (৮ সেপ্টেম্বর) তিনি বলেন, ‘আমার মনে হয় মুস্তাফিজ খুব ভালোভাবেই ফিরছে। তবে তার যেখানে থাকা উচিৎ সেখানে এখনো নেই। দলের সাথে যোগ দেয়ার পরে ওয়েস্ট ইন্ডিজে দুর্দান্ত খেলেছে। তার সাথে থাকা ইনজুরিগুলো কেটে গেলে সে কেবল আরো দুর্দান্তই হবে। তার বিশেষ স্কিল রয়েছে। আমাদের জয়ের আশা বাড়াতে তাকে খুবই দরকার। আমি মনে করি মুস্তাফিজ সবসময় আপনার সম্ভাবনা বাড়িয়ে রাখবে। আশা করছি এশিয়া কাপে তার সেরাটাই পাবো আমরা।’

বার বার ইনজুরিতে পড়ার কারণে মুস্তাফিজের সাথে বেশি কাজ করতে পারেন নি ওয়ালশ। সামনে আরও অনেক পরিকল্পনা আছে এই উইন্ডিজ গ্রেট পেসারের। তিনি বলেন,‘আমার মনে হয় না তার (মুস্তাফিজ) উপরে থাকা ওয়ার্কলোড কমানো দরকার আছে। সে খুবই ভালো বোলিং করছে। আমি তার সাথে স্কিল নিয়ে আরো কাজ করবো। ইনজুরির কারণে এখনো তার সাথে বিশেষভাবে কাজ করা হয়নি। আশা করছি এশিয়া কাপে আমরা একসাথে বিশেষ কিছু করতে পারব।’

মুস্তাফিজ নিজের কাজ সম্পর্কে ভালোকরেই জানেন বলে মনে করেন ওয়ালশ। এশিয়া কাপে ফিট মুস্তাফিজকে পেলেই খুশি বাংলাদেশ বোলিং কোচ, ‘সে নিজেই জানে তার করণীয় কি। আমরা কেবল পুরোপুরি ফিট মুস্তাফিজকে পেলেই খুশি। এশিয়া কাপের শুরুতেই তার ফিটনেসের শতভাগ নিশ্চিত করতে হবে আমাদের। ফ্লু ভাইরাসে আক্রান্ত ছিল সে। তার উপর থাকা চাপ নিয়ে যদি খুশি থাকে এবং মানিয়ে নিতে পারে, তাহলে এতে আমার কোনও সমস্যা নেই।’

[আরও পড়ুনঃ ‘তাদের আত্মবিশ্বাসে আমি আশাবাদী’]

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

মাধ্যমিকের প্রশ্নপত্রে নিজের নাম দেখে কৃতজ্ঞ তামিম

মেডিকেল রিপোর্টের উপরেই নির্ভর করছে সাকিবের এনওসি

এই মিরাজ অনেক আত্মবিশ্বাসী

মিঠুনের ‘মূল চরিত্রে’ আসার তাড়না

‘আঙুলটা আর কখনো পুরোপুরি ঠিক হবে না’